কার্টুন

কাঁঠালের চামড়া দিয়ে মাজুনি

ফল শুধু খাওয়ার জিনিসই নয়, এগুলো দিয়ে আরও অনেক কিছু করা যায়। ফলের বিবিধ ব্যবহার নিয়েই এবারের আয়োজন।

কলা থেকে কলম

কলার মাথায় একটা পেনসিলের শিস অথবা কলমের শিস আটকে দিন। সাদা কাগজে লিখুন লাইনের পর লাইন কবিতা অথবা মাই এইম ইন লাইফ রচনা।

দেয়াল রাঙাতে জাম

রঙের দাম অনেক বেড়েছে! কোনো সমস্যা নেই, কয়েক কেজি জাম কিনে এনে সবগুলো ভর্তা বানিয়ে রাঙিয়ে ফেলুন আপনার বাড়ির দেয়াল।

পিঠ চুলকাতে লিচু

একটা স্বাস্থ্যবান লিচু অথবা লিচুর খোসা ভালোভাবে লাঠির আগায় বেঁধে ফেলুন। এবার সেটা দিয়েই পিঠ চুলকান। আরাম আর আরাম।

আঙুর যখন গলার মালা

দাম দিয়ে ফুলের মালা না কিনে কয়েকটা আঙুর বেঁধে নিন সুতোয়। প্রেমিক-প্রেমিকার আড়ালে এলে খেয়েও ফেলতে পারেন মালাটা।

কাঁঠালের চামড়া হোক মাজুনি

খসখসে কাঁঠালের চামড়া দিয়ে কাপড় পরিষ্কার করতে পারেন অথবা থালাবাসনও মাজা যেতে পারে।