Thank you for trying Sticky AMP!!

মাস্কের কিছু অজানা ব্যবহার

ইদানীং অনেকেই ‘মুখোশধারী’ হতে নারাজ। মানে, মাস্ক পরতে বেজায় অনীহা। অথচ করোনাকালের শুরুতে অনেকেই মাস্কের দোকানে হামলে পড়েছিলেন। কেউ কেউ গুদামজাত করেছেন বলেও শোনা গেছে। এখন যদি ব্যবহারই না থাকে, তাহলে সেই মাস্কগুলোর কী হবে? আশার কথা হলো, মাস্ক কেবল মুখ ঢাকতেই নয়, আরও অনেক কাজের কাজি। এর আরও অনেক ব্যবহারই আছে, যা হয়তো আপনার অজানা। জেনে নিন সেসব...

১. আজকাল অনেকেই করোনা ও মাস্কের ‘খ্যাতা পুড়ছেন’। পুড়তেই পারেন; কারণ, ‘আমরা করোনার চেয়ে শক্তিশালী’!

২. চেয়ারের হাতলে কনুই ঠেস দিতে দিতে কালশিটে পড়ে যায়। মাস্কের কনুইবন্ধনী কালশিটে পড়তে দেবে না।

৩. যার মাস্ক আছে, তার ফোন চার্জ দেওয়া নিয়ে চিন্তা নেই। ফোন হ্যাঙ্গার হিসেবে দারুণ কাজে আসতে পারে মাস্ক।

৪. ফলমূল বা খাদ্যসামগ্রী বহনের জন্যও মাস্ক ব্যবহার করা যায়। এতে খাদ্যসামগ্রী থাকবে করোনাভাইরাসমুক্ত।

৫. নির্ঝঞ্ঝাট ঘুমের জন্য স্লিপিং মাস্ক হিসেবে ফেস মাস্ক পরতে পারেন চোখ বন্ধ করে। আক্ষরিক অর্থেই!

৬. চা–ছাঁকনি হিসেবেও মাস্ক ব্যবহার করা যায়। প্রয়োজনে একই মাস্ক ধুয়ে বারবার ব্যবহার করতে পারবেন।

৭. ফ্যাশন–উপকরণ হিসেবেও মাস্ক কাজে আসতে পারে। বিশেষ করে হেডব্যান্ড হিসেবে পরলে দারুণ মানিয়ে যাবে।