অদ্ভুত অধিবর্ষ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বংশপরম্পরায় ২৯ ফেব্রুয়ারি জন্ম নেওয়া সর্বাধিক সদস্যবিশিষ্ট পরিবার হচ্ছে কিয়গ পরিবার। ১৯৪০ সালের লিপ ডেতে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন পিটার অ্যান্টোনি কিয়গ। তাঁর ছেলে পিটার এরিক জন্মগ্রহণ করেন ১৯৬৪ সালের লিপ ডেতে। ১৯৯৬ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তাঁর নাতনি বেথানি ওয়েলথ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বংশপরম্পরায় ২৯ ফেব্রুয়ারি জন্ম নেওয়া সর্বাধিক সদস্যবিশিষ্ট পরিবার হচ্ছে কিয়গ পরিবার। ১৯৪০ সালের লিপ ডেতে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন পিটার অ্যান্টোনি কিয়গ। তাঁর ছেলে পিটার এরিক জন্মগ্রহণ করেন ১৯৬৪ সালের লিপ ডেতে। ১৯৯৬ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তাঁর নাতনি বেথানি ওয়েলথ।

ফেব্রুয়ারির ২৯ তারিখে জন্ম নেওয়া মানুষদের বলা হয় ‘লিপলিংস’ বা ‘লিপারস’।এই দিনে জন্ম নেওয়া মানুষদের একটি ক্লাব রয়েছে ‘দ্য অনার সোসাইটি অব লিপ ইয়ার বেবিজ’ নামে। পৃথিবীজুড়ে এই ক্লাবের সদস্যসংখ্যা ১১ হাজারের অধিক।

১৮৮০ সালের ২৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তাসমানিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্যার জেমস উইলসন, যিনি জন্মগ্রহণও করেছিলেন ২৯ ফেব্রুয়ারি। ৬৮ বছরের জীবনে তিনি জন্মদিন পেয়েছিলেন মাত্র ১৭টি।

হিস্ট্রি ডট কমের তথ্যানুযায়ী, প্রতি ১৪৬১ জনের মধ্যে ১ জনের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা থাকে এবং বিশ্বব্যাপী এই দিনে জন্ম নেওয়া মানুষের সংখ্যা ৪১ লাখের মতো।

সূত্র: রিডারস ডাইজেস্ট, এমএনএন ডটকম