Thank you for trying Sticky AMP!!

অবন্তির প্রিয় 'গল্পগুচ্ছ', মায়ের 'সাতকাহন'

সংগীতশিল্পী অবন্তি সিঁথি। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর মা দীপ্তি রাণী দেব, গৃহিণী। আজ দুই প্রজন্মে থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

মায়ের সঙ্গে অবন্তি। ছবি: খালেদ সরকার

১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?

অবন্তি: চীনা এবং স্ট্রিট ফুড—চটপটি, ফুচকা, ঝালমুড়ি।

মা: ভাত-মাছ, কাবাব ও দই।

২. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...

অবন্তি: থ্রি ইডিয়টস, দীপু নম্বর টু, গ্রোন আপ

মা: জীবন থেকে নেয়া, হারানো সুর মনের মানুষ

৩. যাঁদের অভিনয় ভালো লাগে?

অবন্তি: হুমায়ুন ফরীদি, তিশা, মোশাররফ করিম, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অ্যাডাম স্যান্ডলার।

মা: সুবর্ণা মুস্তাফা, আলী যাকের, রাজ্জাক, কবরী ও সুচিত্রা সেন।

৪. প্রিয় বই?

অবন্তি: রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, হুমায়ূন আহমেদের লীলাবতী, আনিসুল হকের মা, সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র

মা: সাতকাহন

৫. প্রিয় রং কী?

অবন্তি: কালো ও নীল।

মা: গোলাপি।

৬. প্রিয় ব্যক্তিত্ব?

অবন্তি: আমার বাবা অজিত কুমার দেব।

মা: রবীন্দ্রনাথ ঠাকুর।

৭. পরস্পরের ভালো ও মন্দ দিক কী?

অবন্তি: মায়ের খুব ধৈর্য। সহজে রাগ করেন না। তবে রেগে গেলে খুব রেগে যান এবং চিৎকার করেন।

মা: যেটা করবে বলে ঠিক করে, সেটা খুব আগ্রহ নিয়ে ও মনোযোগ দিয়ে করে। কিন্তু ধৈর্য রাখতে পারে না। বাসায় জিনিসপত্র অগোছালো করে রাখে।

৮. যাদের গান পছন্দ করি...

অবন্তি: লাকী আখান্দ্‌, মান্না দে, কুমার বিশ্বজিৎ, রুনা লায়লা, সামিনা চৌধুরী, শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং।

মা: মান্না দে, সৈয়দ আব্দুল হাদী, সন্ধ্যা মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকর।

৯. বেড়াতে যেতে ভালো লাগে...

অবন্তি: পাহাড়ে।

মা: সমুদ্রে।

সাক্ষাৎকার: সজীব মিয়া