অভিজ্ঞতা ছাড়াই 'স্বপ্ন'-তে ২৫০ নিয়োগ

রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ সম্প্রতি দুটি পদে মোট ২৫০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ড্রিম অ্যাটেন্ডেন্ট (কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট) পদে ১৫০ জন এবং চেক আউট অ্যাসিস্ট্যান্ট (পিওএস) পদে ১০০ জন নিয়োগ দেওয়া হবে। চলছে আবেদন প্রক্রিয়া, পদ দুটিতে আবেদন করা যাবে আগামী ১৫ মে, ২০১৭ তারিখ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা
ড্রিম অ্যাটেন্ডেন্ট (কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট) এবং চেকআউট অ্যাসিস্ট্যান্ট (পিওএস) উভয় পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পদ দুটিতে আবেদনের জন্য আবেদনকারীকে কম্পিউটার পরিচালনায় দক্ষ, সদাচরণ, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, পরিষ্কার কণ্ঠস্বর, আত্মবিশ্বাসী, প্রাণবন্ত, দলে কাজ করার মানসিকতা ইত্যাদি গুণাবলির অধিকারী হতে হবে। পদ দুটিতে আবেদনের জন্য প্রার্থীর পূর্বের কোথাও কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই।

কাজের ধরন
ড্রিম অ্যাটেন্ডেন্ট (কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট) পদে আবেদনকারীদের গ্রাহকদের অভিনন্দন জানানো, তাদের চাহিদা ও প্রয়োজনীয়তা জানতে চাওয়া, উচ্চমানের গ্রাহকসেবা প্রদান করা, পণ্য-সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট করা, সঠিকভাবে গ্রাহকদের কাছে পণ্য প্রদর্শন করা, গ্রাহকদের সঙ্গে টেকসইপূর্ণ সম্পর্ক তৈরি এবং তাদের বিশ্বাস অর্জন করা, দোকানের তাক পরিষ্কার রাখা এবং প্রয়োজনে পণ্য স্থানান্তর করা, লাইন ম্যানেজার কর্তৃক প্রদত্ত অন্য যেকোনো কাজ সম্পন্ন করা ইত্যাদি কাজ করতে হবে।
চেকআউট অ্যাসিস্ট্যান্ট (পিওএস) পদে আবেদনকারীদের অ্যাকাউন্টস ইনফরমেশন আপডেট করার মাধ্যমে গ্রাহকদের রেকর্ড তত্ত্বাবধান করা, সেলস প্রাইস, টোটাল পারচেস এবং ক্যাশ গ্রহণ ও প্রক্রিয়াকরণ অথবা ক্রেডিট পেমেন্ট ইত্যাদির হিসাব করা, তাক, ক্যাশ ড্রয়ার নিয়ন্ত্রণ এবং দিনের শেষে রিপোর্ট করা এবং সমন্বয় করা, ক্রেডিট কার্ড স্ক্যানারসহ রিয়েলটাইম অথোরাইজেশন এবং সেটেলমেন্ট প্রসেসিং অন্তর্ভুক্ত করা, রসিদ প্রিন্ট করা, স্বাক্ষর স্লিপ এবং ক্রয়কৃত পণ্যের রসিদ একত্র করা, একই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পণ্যের বিক্রয় অথবা রিটার্ন সংরক্ষণ ইত্যাদি কাজ করতে হবে।

আবেদন প্রক্রিয়া
উভয় পদে আবেদনের জন্যই আবেদনকারীকে আগামী ১৫ মে, ২০১৭ তারিখের মধ্যে ০১৯৩৬০০৫১৭২ নম্বরে যোগাযোগ করতে হবে অথবা পূর্ণ জীবনবৃত্তান্ত স্বপ্ন, গুলশান হোসনা সেন্টার, বাড়ি নম্বর - ১০৬, গুলশান অ্যাভিনিউ (আরএম সেন্টারের বিপরীত পাশে), ঢাকা-১২১২ এই ঠিকানায় গিয়ে জমা দিতে হবে।

বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি
উভয় পদের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মাসে ৭ হাজার টাকা থেকে ৮ হাজার ৫০০ টাকা হারে বেতন প্রদান করা হবে।