
১. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনগুলো?
২. গর্ভধারিণী, সাতকাহন ও অগ্নিরথ-এর রচয়িতা সমরেশ মজুমদারের প্রথম উপন্যাসের নাম কী?
৩. বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়?
৪. সাহেব বিবি গোলাম ও কড়ি দিয়ে কিনলাম উপন্যাসের রচয়িতা বিমল মিত্রের শেষ উপন্যাস কোনটি?
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাস কোন আন্দোলনের পটভূমিতে রচিত?
৬. ‘মরুর মুক্তা’ বলা হয় কোন শহরকে?
৭. দাউদ হায়দার রচিত ‘রাজপুত্র’ কোন জাতীয় রচনা?
৮. ‘বাঙালিরা ঠেকে শেখে’-উক্তিটি কার?
৯. আগুনের মেয়ে ও পুরুষ সুন্দর উপন্যাসের রচয়িতা কে?
১০. প্যাকেট বা টিনের কৌটায় মাছ, মাংস ও চিপসসহ নানা খাদ্য সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়?
১১. চোখের রং নিয়ন্ত্রণ করে?
১২. সিরিয়ার আইনসভার নাম কী?
১৩. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
১৪. কবিগানের প্রথম কবি কে?
১৫. ঘড়িতে ৮টা বাজার সময় ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ হয়?
১৬. শিল্পাচার্য জয়নুল আবদিনের সংগ্রহশালা কোথায়?
১৭. সংকর ধাতু পিতলের উপাদান কোনগুলো?
১৮. দিবারাত্রির কাব্য, জননী, আরোগ্য ও অহিংসা কার উপন্যাস?
১৯. ‘গাছপাথর’ বাগধারার অর্থ কী?
২০. ফল পাকানোর জন্য দায়ী?
২১. কাজী নজরুল ইসলাম কোন কোন কবিতার জন্য জেল খাটেন?
২২. ‘ক্ষুধিত পাষাণ’ গল্পটির রচয়িতা কে?
২৩. ‘অ্যানিমেল ফার্ম’ কার রচনা?
২৪. প্রথম ইংরেজি ডিকশনারি প্রকাশিত হয় কবে?
২৫. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তর
১. নবযুগ (১৯২০), ধূমকেতু (১৯২২) ও লাঙল (১৯২৫)।
২. দৌড়।
৩. ২ এপ্রিল।
৪. শেষ শূন্য।
৫. স্বদেশি আন্দোলন।
৬. সিরিয়ার পালমিরা শহরকে।
৭. মুক্তিযুদ্ধভিত্তিক।
৮. প্রমথ চৌধুরী।
৯. আল মাহমুদ।
১০. নাইট্রোজেন।
১১. ডিএনএ।
১২. পিপলস কাউন্সিল।
১৩. মালয়েশিয়া।
১৪. গোঁজলা গুই।
১৫. ১২০ ডিগ্রি।
১৬. ময়মনসিংহে (জয়নুল লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে)।
১৭. তামা ও দস্তা।
১৮. মানিক বন্দ্যোপাধ্যায়।
১৯. হিসাব-নিকাশ।
২০. ইথিলিন।
২১. ‘আনন্দময়ীর আগমনে’ ও ‘কৈফিয়ত’ কবিতার জন্য ১ বছর এবং ‘প্রলয় শিখা’র জন্য ৬ মাস।
২২. রবীন্দ্রনাথ ঠাকুর।
২৩. জর্জ ওরওয়েল, আসল নাম এরিক ব্লেয়ার।
২৪. ১৭৫৫ সালে, স্যামুয়েলস জনসন।
২৫. ৪৬.৫ মিটার।
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল
(rashedulrasel123@gmail.com)