টাটকা রস

আবহাওয়ার সংবাদে গেইলঝড়

>

শেষ হয়ে গেল বিপিএলের পঞ্চম আসর। এবারের এই আসরের শেষ দিকে গেইলের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে কয়েকটি দল। পত্রিকার পাতায় লেখা হয়েছে—গেইলঝড়। আবহাওয়াবিদেরা গেইলঝড়ের খবর পড়লে কেমন হতো? লিখেছেন রাফি আদনান

রংপুর রাইডার্স বনাম খুলনা

টাইটাইনসের ম্যাচের পর

শুভ সন্ধ্যা। আবহাওয়ার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তুফান মিয়া। আজ শনিবার, দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল খুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। দর্শক, আবহাওয়ার এই তারতম্যের প্রধান কারণ গেইলঝড়। সুদূর ক্যারিবিয়ান সাগরের এই ঝড় এবার বিপিএলে এসে ঠেকেছে। গতকাল বিকেলে গেইলঝড়ের কারণে বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার। ঝড়টি প্রথম এলিমিনেটর ম্যাচে আঘাত হানে খুলনায়। বেলা সাড়ে তিনটার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে পুল, ড্রাইভ, কাটসহ ভারী বর্ষণে লন্ডভন্ড হয়ে যায় পুরো খুলনা বিভাগ। আমাদের স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, ঘূর্ণিঝড় গেইলের প্রভাবে খুলনা ও এর আশপাশের বেশ কিছু অঞ্চলে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে দুর্ভোগ। বিপিএলে অংশ নেওয়া প্রতিটি অঞ্চলকে ৩ নম্বর সতর্কতা সংকেত, আমি আবার বলছি, ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কুমিল্লার সব সমর্থককে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

রংপুর রাইডার্স বনাম কুমিল্লা

ভিক্টোরিয়ানসের ম্যাচের পর

শুভ সন্ধ্যা। দর্শক, আপনারা জানেন, দুই দিন আগে খুলনার উপকূলে আঘাত হেনেছে গেইলঝড়। সেই ঝড়ের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি খুলনাবাসী। আবহাওয়াবিদেরা আশঙ্কা করছিলেন, ঝড়টি কুমিল্লায় আঘাত হানবে। তবে আজ ঝড়টি ক্রমশ শক্তি হারিয়ে ঢাকার দিকে চলে গেছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বিপিএল মৌসুমে এ ধরনের ঝড় স্বাভাবিক। তাই সবাইকে, বিশেষ করে ঢাকাবাসীদের বিশেষ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, আপনারা জানেন, প্রতিবেশী দেশ ভারতেও আইপিএল মৌসুমে গেইলঝড়ের কবলে পড়ে অনেক এলাকা। এ ছাড়া বিভিন্ন সময়ে গেইলঝড়ের তাণ্ডবে বিশ্বের বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিকবার। ফলে ঢাকাবাসীদের অবশ্যই সতর্ক থাকতে হবে।

রংপুর রাইডার্স বনাম ঢাকা

ডায়নামাইটসের ম্যাচের আগে

আবহাওয়ার সংবাদে আপনাদের স্বাগত। দর্শক, আপনারা জানেন, দেশে বিরাজ করছে গেইলঝড়ের আতঙ্ক। খুলনায় স্বরূপে আক্রমণ করলেও বর্তমানে গেইলঝড় অবশ্য ক্রমশ শক্তি হারাচ্ছে। বাতাসের গতি কমে দাঁড়িয়েছে ঘণ্টায় ১৬ কিলোমিটার। তবে ঝড়টি এখন ঢাকার মিরপুরের আশপাশে অবস্থান করছে। যেকোনো মুহূর্তে পূর্ণশক্তি নিয়ে আঘাত হানার আশঙ্কা প্রবল। ঢাকাবাসীকে ১০ নম্বর মহা সতর্কতা সংকেত, আমি আবার বলছি, ১০ নম্বর মহা সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুড়িগঙ্গায় অবস্থানরত মাঝিদের অনুরোধ করা হচ্ছে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য।

রংপুর রাইডার্স বনাম ঢাকা

ডায়নামাইটসের ম্যাচের পর

দর্শক, আমরা দুঃখিত, দুই দিন পর আবহাওয়া সংবাদ দিতে হচ্ছে। আপনারা জানেন, পূর্ণশক্তি নিয়ে মিরপুরে আঘাত হেনেছিল গেইলঝড়। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আগারগাঁওয়ে অবস্থিত আমাদের কার্যালয়টিও। এই পরিস্থিতিতে গেইলঝড়ের বিস্তারিত জানাচ্ছেন আমাদের আবহাওয়া সংবাদদাতা।

দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার মিরপুরে। আপনারা দেখতে পাচ্ছেন, মিরপুরে দুই দিন আগে বয়ে যাওয়া গেইলঝড়ের প্রভাব। বিপিএল মৌসুমে এবারের গেইলঝড় ছিল ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী। এই ঝড় রেকর্ড বইয়ের পাতা ছিঁড়ে একাকার করে ফেলেছে। লিখেছে নতুন রেকর্ড। ঘণ্টায় ১৪৬ কিলোমিটার গতি নিয়ে ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় তছনছ করে দিয়ে গেছে শেওড়াপাড়া, কাজিপাড়া, ১০ নম্বর গোল চত্বরসহ উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধও।

দর্শক, ঝড়ে ক্ষতিগ্রস্ত ঢাকাবাসী এখন পুনর্বাসনে ব্যস্ত। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, গেইলঝড়ের প্রভাব থাকতে পারে এক বছরের মতো। এই ঝড় ঢাকাবাসীর মনের ওপর প্রচণ্ড নেতিবাচক প্রভাবও ফেলেছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঢাকায় তাণ্ডব শেষে বিমানবন্দর হয়ে গেইলঝড় ধাবিত হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে।

এই ছিল আজকের আবহাওয়া সংবাদ, ধন্যবাদ।