
সমস্যা
স্কুলে পড়ার সময় থেকে একিট মেয়েকে ভালোবাসি। কিন্তু স্যারের মেয়ে বলে তাকে ভালোবাসার কথা বলতে পারিনি। এখন কলেজে ওঠার পর ওকে আমার ভালো লাগার কথা বলেছি। সেও আমাকে ভালোবাসে। কিন্তু সে এর মধ্যে একজনের সঙ্গে সম্পর্ক করে ফেলেছে। তবু সে আমাকে বলে আমার জন্য অপেক্ষা করবে। আমি তাকে ‘প্রপোজ’ করি। সে অনেক ঝামেলায় পড়ে যায়। ওর কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগল। ওকে বললাম, আমি কি তোমাকে মুক্ত করে দেব? সঙ্গে সঙ্গেই সে বলে, তোমাকে ছাড়া সুখে থাকতে পারব না। আমি তখন ওকে আগের সম্পর্ক ‘ব্রেকআপ’ করতে বলি। সে তাই করে। আমরা ভালোই ছিলাম। কিন্তু ওই ছেলেিট এখন আমার প্রেমিকাকে ব্ল্যাকমেল করছে। ছেলেিট বলে, ‘আমাকে ছেড়ে গেলে তোর সঙ্গে আমার তোলা ছবি তোর বাবাকে দেখাব।’ মেয়েিট ওর বাবাকে অনেক ভয় পায়। সেই ভয়ে ও আবার আগের ছেলেটির কাছে ফিরে গেছে।
নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ
মেয়েটি যদি তোমাকে এখনো ভালোবাসে তাহলে অন্য একটি ছেলের সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি হলো? তাহলে কি সে শুধু একটি সম্পর্ক তৈরির খাতিরেই এটি করেছে? একই সঙ্গে দুজনকে কি ভালোবাসা সম্ভব?
তোমার কাছে না আসতে পারার কষ্টের সঙ্গে ওর নতুন সম্পর্কটি ভেঙে আসার কষ্টের একটি তুলনা করে তারপর সিদ্ধান্ত নিতে পারলে ভালো হতো। যেকোনো সম্পর্কে বিশ্বাস খুব দরকারি। বাবার ভয়ে মেয়েটি যে আবার ফিরে গেল তাতে করে সেই সম্পর্কটি তো সৌন্দর্য হারিয়ে ফেলল, তাই না? এরপর কখনো যদি মেয়েটি আবার তোমার কাছে ফিরে আসার কথা ভাবে, তাহলে কি তুমি তাকে সব সময় বিশ্বাস করতে পারবে? আমার একটি পর্যবেক্ষণ হচ্ছে, আজকাল তোমরা সম্পর্কগুলোকে ঠিক শ্রদ্ধা করতে পারছ না।
এটিকে খুব হালকাভাবে নিচ্ছ। তুমি যে লিখেছ, ওকে মুক্ত করে দেবে কি না, সেটির অর্থও তুমি কী বুঝেছ তা জানি না।
তোমাদের বয়সে এ ধরনের ভালো লাগা ঘটতেই পারে। অনেক সময় দেখা যায় বয়ঃসন্ধিতে তৈরি হওয়া সম্পর্কগুলো পরে ফিকে হয়ে যায়।
মস্তিষ্ক যখন বিকাশ ও পূর্ণতার দিকে এগিয়ে যায়, তখন অনেক মানসিক পরিবর্তন ঘটে। যেহেতু মেয়েটিকে নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখেছিলে, এখন এই মানসিক বিপর্যস্ততা থাকা স্বাভাবিক।
তোমার ভেতরে যে মানসিক শক্তি রয়েছে, তার ওপর আপাতত বেশি মনোযোগ দাও। নিজেকে নানা সৃষ্টিশীল কাজে ব্যস্ত রাখো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.