তারিখটা মনে নেই। ২০০৮ সালের প্রথম দিকের ঘটনা। তখন ক্লাস থ্রিতে পড়ি। ক্লাসের ফার্স্ট বয় হওয়াতে স্কুলের সবার চোখের মণি ছিলাম। হঠাৎ একদিন তুই এসে ভর্তি হলি। প্রথম প্রথম তোকে সহ্য করতে পারতাম না। কারণ, একমাত্র তুই ছিলি আমার প্রতিদ্বন্দ্বী। যখন বন্ধুত্ব হলো, তখন বুঝলাম তোর মতো কেউ হয় না। পিইসির পর যখন ঢাকায় গেলি, তখন থেকেই তোকে খুব মিস করতাম। এখনো করি। তবে আগের তুলনায় বেশি। ভালোবাসা যখন বুঝতে শিখলাম, তখন বুঝলাম তোকে আমি ভালোবাসি। বন্ধুরা বলে, তুই নাকি অনেক বদলে গেছিস। অনেকটা স্বার্থপর হয়েছিস। মাঝেমধ্যে তাদের সঙ্গে এটা নিয়ে ঝগড়াও হয়। যে যা-ই বলুক, আমি তোকে ভালোবাসি এটাই আসল কথা। তোকে ভালোবাসতে বলব না।
কিন্তু আমি তোকে ভালোবেসে যাব। এইটুকু অধিকার তো আমার আছে, নাকি?
আরাফাত