
বৈশাখ উদ্যাপনে বরাবরই গুরুত্ব পেয়েছে সাদা রঙের পোশাক। সাদার সুবিধা হচ্ছে এটি সাজে স্নিগ্ধতা যেমন আনে, তেমনি জমকালো ভাবটাও তুলে ধরে অবলীলায়।
এ বছরও বৈশাখের সাজ পোশাকে প্রাধান্য পাবে সাদা। চুলে থাকবে ফুলের বাহার, হাতে চুড়ির রিনিঝিনি। বৈশাখের চিরাচরিত সাজের পাশাপাশি আধুনিক ধারার সাজও বেশ দাপটের সঙ্গেই চলবে। কড়া রোদ মোকাবিলায় সাদার চেয়ে ভালো রং আর কিই–বা হতে পারে। বাংলা নতুন বছর কিংবা ঈদ দুটো উৎসবেই মানিয়ে যাবে এই রং। সাদার বিশেষত্বই হচ্ছে এটি সাজে স্নিগ্ধতা যেমন তুলে ধরে, তেমনি জমকালো ভাবটাও প্রকাশ করে। এই একটি রং, যেটি রাতে–দিনে সমানভাবেই মানিয়ে যায়। সাদা রঙের ওপর নকশার কারুকার্য এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈশাখের চিরাচরিত সাদা রংটিকেই এবার আমরা বেছে নিলাম। একটি রঙের মাঝেই তুলে ধরা হলো নানা ধরনের সাজ।
স্কার্ট, শাড়ি, টপ, নানা কাটের প্যান্টে নানা কায়দায় ফুটিয়ে তোলা হচ্ছে দেশীয় মোটিফের নকশা। গামছার নকশা থেকেও প্রেরণা নেওয়া হচ্ছে, জানালেন যাত্রার জেনারেল ম্যানেজার ইমতেনান মোহাম্মদ জাকি। পুরো শাড়ি সাদা থাকলেও আঁচলে ফুটে উঠেছে কাঁথা ফোঁড়ের নকশা। এটুকু ছোঁয়াই বাকি সাজে এনে দিয়েছে বাঙালিয়ানা।
ঢিলেঢালা টপ, লম্বা কাটের স্কার্টে চিকন করে টানা রঙিন নকশা। উঁচু করে বাঁধা চুলে আরাম পাওয়া যাবে। এ বছরের সাজে আধুনিক ধারার একটা প্রভাব দেখা যাবে, সাজানোর সময়ই বলছিলেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন। এ ধারার সাজের সুবিধা হচ্ছে, আধুনিক সাজ থেকে খুব সহজেই অন্য যেকোনো সাজে চলে যাওয়া যায়। তবে খোঁপা করা চুলের আবেদন এ বছরও থাকবে। বাঙালির কাছে চুলে ফুল আর চোখে কাজলের সৌন্দর্য ছিল, আছে, থাকবে।
গরমে পাতলা খাদি কাপড়ের পোশাক ভালোবাসেন অনেকেই। বৈশাখ বা ঈদ উদ্যাপনে খাদির তৈরি শাড়ি বা কামিজ মানানসইও। এখানে লম্বা কাটের কামিজ এবং ওড়নায় ব্যবহার করা হয়েছে ব্লকের নকশা। সঙ্গে ভিন্নতা এনেছে তুলনামূলক ভারী খাদির তৈরি ঘারারা। ওয়ারাহ্–র স্বত্বাধিকারী রুমানা চৌধুরী মনে করেন, সাদা এমন একটা রং, যেখানে প্রকাশ পায় আভিজাত্য। আর এর ওপর যখন নানা রং চাপানো হয়, নকশায় চলে আসে অন্য লুক।
খাদির তৈরি চাঁপা সাদার শাড়িতে ব্লকের মাধ্যমে ফোটানো হয়েছে খাড়ির কাজ। অর্ধেক শাড়িতে মাথা উঁচু করে হেঁটে বেড়াচ্ছে হরিণ, বাকি অর্ধেক শাড়িতে পেটানো চুনরির নকশা। হাতে লাল চুড়ি, কপালে টিপ আর হালকা নকশার গয়নায় সাজ সম্পূর্ণ।
আলপনার উজ্জ্বল নকশাও দেখা যাচ্ছে এবারের বৈশাখী সংগ্রহে। সুতি, লিনেনের ওপর কাচ আর বিডসের কাজ। ফুলের ছাপা নকশাও নজর কাড়ছে। তবে একদম সাদা পোশাকের সাজও অন্য রকম। এর ওপর ইচ্ছেমতো গয়নার ব্যবহার করা যায়।