প্রযুক্তি

কানের বাহারি সঙ্গী

তারহীন ব্লুটুথ স্পিকার, হেডফোন ইত্যাদির চাহিদা বাড়ছে
তারহীন ব্লুটুথ স্পিকার, হেডফোন ইত্যাদির চাহিদা বাড়ছে

গান শোনা যায় নানা যন্ত্রে। চলতি পথে, বাসার কম্পিউটারে গান শোনাটাই এখন বেশি হয়। আর এ জন্য আছে নানা রকমের বাহারি হেডফোন, ইয়ারফোন ও স্পিকার। হেডফোন, ইয়ারফোন বা স্পিকারে তার পেঁচিয়ে ভোগান্তির শিকার হননি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর এই মুশকিল নিরসন করতেই আপনার সঙ্গী হবে তারহীন ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ ইয়ারফোন ও ব্লুটুথ স্পিকার। স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ ইয়ারফোন ও ব্লুটুথ স্পিকার লাগিয়ে গান শুনতে পারবেন অনায়াসেই।

গান শোনা আর ফ্যাশন দুটোই হয় তারহীন হেডফোনে। মডেল: চৈতি কৃতজ্ঞতা: এক্সেল টেকনোলজিস ও নিক্কন টেলিকম

একা একা গান শুনতেই হয়তো বেশি ভালো লাগে আপনার। এর জন্য তারহীন হেডফোন ও ইয়ারফোন ব্যবহার করতে পারেন। হেডফোনগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায়—কোনোটা মাথার ওপর দিয়ে, কোনোটা ঘাড়ের ওপর দিয়ে লাগিয়ে নিতে পারবেন কানের সঙ্গে। প্রিয় গানটি বন্ধুদেরও শোনাতে মন চাইলে সুন্দরভাবে যেকোনো জায়গায় সঙ্গ দেবে নান্দনিক ব্লুটুথ স্পিকার। এই স্পিকার আবার ল্যাপটপেও ব্যবহার করতে পারেন। দেখতেও বাহারি এসব ব্লুটুথ হেডফোন, ইয়ারফোন কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা নীল। ব্লুটুথ স্পিকার কোনোটা আপেলাকৃতি, কোনোটা লম্বাটে, কোনোটা পুতুলের মতো, কোনোটা আবার ক্যানের মতো। কাজও চলবে,
দেখতেও দারুণ।
সুবিধা
ব্লুটুথ হেডফোন
সাধারণত এই হেডফোনগুলো তারহীন। আপনি সঙ্গে নিয়ে যেকোনো জায়গায় যেতে পারবেন। এতে আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে কথা বলতে পারবেন। আবার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার করা যাবে। এতে এফএমের সুবিধাও রয়েছে। মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। একবার ইউএসবি কেব্ল চার্জ দিয়ে আপনি নয় ঘণ্টা পর্যন্ত কথা বলতে পারবেন। সাড়ে সাত ঘণ্টা গান শুনতে পারবেন। এইচডি সাউন্ড এবং ওজন ২৯ গ্রামের মতো।
ব্লুটুথ ইয়ারফোন
এই ইয়ারফোনগুলো সাধারণত ছোট আকারের। কানে লাগিয়ে রেখে গান শোনা বা কথা বলা, দুটিই করতে পারবেন। ইউএসবি কেব্লে চার্জ করে নিতে হবে। পাঁচ ঘণ্টা গান শোনা বা কথা বলতে পারবেন।
ব্লুটুথ স্পিকার
গান শোনার জন্য বহনযোগ্য স্পিকারগুলোতে বেশ কিছু সুবিধা রয়েছে। স্পিকারগুলোতে রয়েছে এফএম রেডিও শোনার ব্যবস্থা। আর আছে মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। এগুলো চলে রিচার্জেবল ব্যাটারির সাহায্যে। একবার চার্জ দিয়ে সাত থেকে আট ঘণ্টা গান শোনা যাবে।
এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, মানুষের প্রয়োজনের সঙ্গে তারহীন ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ ইয়ারফোন ও ব্লুটুথ স্পিকারগুলোর নাম এমনিই চলে আসে। স্মার্টফোন, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে ঝামেলা ছাড়াই এই যন্ত্রগুলো সুন্দরভাবে ব্যবহার করা যায়। আকারে ছোট হওয়ায় যেকোনো জায়গায় এই যন্ত্রটি সঙ্গে রাখা সম্ভব। রংঢঙের বিভিন্ন ধরনের এই যন্ত্রটি ক্রেতাদের এখন বেশ পছন্দের। বাজারেও বেশ ভালো চলছে।

দরদাম
ব্লুটুথ হেডফোনগুলো বিভিন্ন ব্র্যান্ডের ও বিভিন্ন দামে পাওয়া যায়। এর মধ্যে জিনিয়াস, স্টেরিও, মাইক্রোলাব, এলজি, বিটস ইত্যাদি হেডফোনগুলো বাজারে পাওয়া যাবে ১ হাজার ২৫০ থেকে ৫ হাজার টাকার মধ্যে। ব্লুটুথ ইয়ারফোনগুলোর মধ্যে রয়েছে বিটস, জিনিয়াস, স্যামসাং (কপি)সহ বিভিন্ন ব্র্যান্ডের ইয়ারফোন। পাবেন ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে। ব্লুটুথ স্পিকারের মধ্যে রয়েছে জিনিয়াস, জেবিল, বিটস, রিমাক্স, স্টিরিও, মাইক্রোল্যাব ইত্যাদি। বাজারে পাওয়া যাবে ১ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে।
ওয়ারেন্টি
ব্র্যান্ডের হেডফোন, ইয়ারফোন ও স্পিকারগুলোতে এক বছর বা ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া হয়। নন-ব্র্যান্ড ও কপিগুলোতে সাধারণত কোনো ওয়ারেন্টি থাকে না।
কোথায় পাবেন
এই স্পিকার পাবেন ঢাকার বিসিএস কম্পিউটার সিটি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের প্রথম তলা ও ষষ্ঠ তলায়। এ ছাড়া পাবেন প্রগতি সরণি যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলা, ইস্টার্ন প্লাজার পঞ্চম তলা, এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের চতুর্থ থেকে দশম তলার দোকানগুলোতে।