আমি জানি তোমাকে কোনো দিন পাব না। কিন্তু তোমাকে ভুলতেও পারছি না। এটা আমার পক্ষে আর কোনো দিন সম্ভব হবে না। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। সারা জীবন ভালোবেসেই যাব। প্রথমে ভেবেছিলাম, এটা একটা আবেগ ও ছেলেমানুষি। কিন্তু না পরে দেখলাম আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আসলে আমার মতো বোকা ও ভাগ্যহীন মেয়ে বাংলাদেশে আর একটাও নেই। যাকে আমি ভালোবাসি, আসলে সে আমাকে চেনে না, কখনো দেখেনি। তাকে আমি ভালোবাসি এটা জানা তো দূরের কথা। মনে হয়, সে আমাকে কোনো দিন চিনবেও না। কিন্তু তাকে সবাই চেনে। সে একজন ক্রিকেটার। তার নামে আমি অনেক কবিতা, গল্প লিখে পত্রিকায় প্রকাশ করেছি। হয়তো সে পড়বে না। আসলে তার নজরে নাও আসতে পারে। যদিও পড়ে, জানি সে আমাকে খুঁজবে না। আমি কোথায় আর সে কোথায়। কিন্তু আমি এখন কী করব। আমি জানি, এটা কোনো দিনও হবে না। তবু আমার মন বুঝতে চাইছে না। হয়তো আমি একদিন পাগল হয়ে যাব। নয়তো মৃত্যুর আগ পর্যন্ত একাকিত্ব জীবন নিয়ে তাকে ভালোবেসে যাব। কিন্তু একটাই আফসোস। সে কখনো জানতে পারবে না, তাকে একটা মেয়ে খুব ভালোবাসে।
খুলনা