Thank you for trying Sticky AMP!!

ছড়ায়-ছন্দে চঞ্চল চৌধুরীর করোনা সচেতনতার বার্তা

করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলায় ব্র্যাকের সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশের বিনোদন জগতের তারকা ব্যক্তিত্বরা এগিয়ে এসেছেন সবাইকে সচেতন করতে। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তার ছেলে এক অভিনব উপায়ে ছড়ায় ও ছন্দে সবাইকে সচেতন করছেন।

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারা দিন আমি যেন হাত ধুয়ে চলি।
হাঁচি-কাশি পেলে যেন মুখ থাকে ঢাকা,
রাস্তায় কফ-থুতু একদম না।
করোনা থামাতে যদি থাকতে হয় ঘরে,
আমি যেন কোয়ারেন্টাইন করি নিয়ম মেনে।।

সারা পৃথিবীতে করোনা আতঙ্ক বিরাজ করছে। তাই চঞ্চল চৌধুরী সবাইকে অনুরোধ করেছেন, ‘আপনারা আতঙ্কিত হবেন না। করোনাভাইরাসকে প্রতিরোধ করতে যা যা করণীয় আপনারা তাই মেনে চলুন। আপনি নিজে সুস্থ থাকুন এবং আপনার পাশের আত্মীয় পরিজন সবাইকে সুস্থ রাখতে যা যা করণীয় সেটা করুন।’ তিনি আরও বলেছেন, ‘সবাই নিয়ম মেনে চলুন। করোনাভাইরাস প্রতিরোধে করণীয় নিয়মগুলো আমরা প্রতিনিয়তই টিভি, পত্রিকা, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি। কিন্তু আমরা নিয়ম মেনে চলছি না। আর সে কারণেই আমাদের করোনার কবলে পড়তে হচ্ছে। সামনে আরও ভয়াবহ বিপদ আসতে পারে। তাই এই মহাবিপদ থেকে নিজেকে, পরিবারকে এবং দেশকে বাঁচাতে নিয়ম মেনে চলুন। সবাই সুস্থ ও ভালো থাকুন।’