
উপকরণ
জল মোম বানাতে লাগবে কাচের বয়াম অথবা যেকোনো গ্লাস, পানি, ভোজ্যতেল, কাঁচি, দেশলাই অথবা গ্যাস লাইটার, সলতে, স্কচটেপ ও প্লাস্টিক শিট।
যেভাবে বানাবেন
ধাপ ১
গ্লাসে পানি ঢেলে নিন। পুরোপুরি ভরাট না করে কিছু অংশ খালি রাখুন।
ধাপ ২
ফাঁকা অংশে তেল ঢেলে গ্লাসটি পরিপূর্ণ করুন।
ধাপ ৩
এবার প্লাস্টিক শিট থেকে গোল করে একটি অংশ কেটে নিন, যেন তা গ্লাসের মুখ দিয়ে সহজেই ঢুকতে পারে। প্লাস্টিকের বোতল কেটেও এটা করা যাবে।
ধাপ ৪
গোল অংশটি এক পাশ থেকে মাঝ বরাবর কেটে নিন। এর মাঝখানে সলতে ঢুকিয়ে দিন।
ধাপ ৫
এক পাশে আগুন জ্বালানোর জন্য কিছু সলতে রাখুন এবং অন্য পাশে সলতের বাড়তি অংশ কেটে ফেলুন।
ধাপ ৬
কাটা সলতে স্কচটেপ দিয়ে প্লাস্টিক শিটের সঙ্গে আটকে দিন, যেন নড়ে না যায়।
ধাপ ৭
সলতেসহ প্লাস্টিক শিট গ্লাসে ঢুকিয়ে দিন। শিটটি পানি-তেলের ওপর ভাসবে। খেয়াল রাখবেন, আটকানো সলতের দিকটা যেন নিচের দিকে থাকে।
ধাপ ৮
এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিন জল বাতি।
কিছু বাড়তি সজ্জার জন্য ব্যবহার করতে পারেন পুঁতি, মুক্তা কিংবা শামুক, ঝিনুক। পানি ঢালার আগেই এগুলো গ্লাস বা বয়ামের ভেতর ঢুকিয়ে দিন। চাইলে পানিতে খাবারের রং ব্যবহার করে রঙিন করে নিতে পারেন। এ ছাড়া এসেনশিয়াল অয়েলও মিশিয়ে নিতে পারেন সুগন্ধির জন্য।