আদবকেতা

টয়লেট ব্যবহারের আদবকেতা

আমাদের জীবনে টয়লেট এমন একটি স্থান, যেখানে দিনে বেশ কয়েকবার যাত্রা ঘটবেই। সুতরাং একে ছোট করে দেখার অবকাশ নেই। আর আধুনিক যুগে সবকিছু ব্যবহারের কিছু নির্দেশনা রয়েছে। সঠিকভাবে টয়লেট ব্যবহারের ক্ষেত্রেও প্রত্যেকেরই তেমন কিছু নির্দেশনা মেনে চলা জরুরি। আমাদের নিজের ঘর থেকে শুরু করে অফিস-আদালত, স্কুল-কলেজ, কেনাকাটা কেন্দ্র—সব ক্ষেত্রেই টয়লেট ব্যবহারে নিজেকে একজন সচেতন নাগরিক প্রমাণের দায় থাকল আপনার হাতেই। খেয়াল রাখবেন, টয়লেট ব্যবহার করতে আসা আপনার পরের জনকে যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে না পড়তে হয়। বরং যে সুন্দর টয়লেটটি আপনাকে অভ্যর্থনা জানিয়েছিল, সেটিকে সে অবস্থায় রেখে যান। তাহলে পরের অজানা জন আপনাকে মনে মনে অজস্র ধন্যবাদ জানাবে। হতে পারে সে ধন্যবাদটি আপনার পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু যদি আপনি টয়লেট ব্যবহারে এমন কোনো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন আর সেটি পরিবেশকে নষ্ট করেছে, তাহলে অন্য কেউ না জানুক, নিজে তো জেনেছেন, এই কাজটি আপনার দ্বারাই হয়েছে। যথাযথ টয়লেট ব্যবহার নিয়ে পরামর্শ দিয়েছেন অ্যাডভান্স এনভায়রনমেন্টাল সার্ভিসের সুপারভাইজার মো. সোহাগ হোসেন। পরিচ্ছন্ন থাকলে অনেক রোগজীবাণু ও অসুখের হাত থেকে রেহাই পাওয়া যায়। তাই পরিচ্ছন্নভাবে টয়লেট ব্যবহার করুন। টয়লেট ব্যবহারের সময় সঠিকভাবে কমোডে বসুন। যদি আপনি উঁচু (হাই) কমোড ব্যবহার করতে না পারেন, তাহলে কারও কাছে জিজ্ঞেসা করে নিন। শেখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। কমোড বা প্যান যা-ই হোক না কেন, টয়লেট ব্যবহারের পর পানির ব্যবহারের সময় লক্ষ রাখুন, যেন তা পুরো কমোডে অযথাই ছড়িয়ে না যায়। টিস্যু ব্যবহার করে নির্দিষ্ট পাত্রে টিস্যু ফেলুন। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রাখবেন না। কমোডে ফেলা থেকেও বিরত থাকুন। টয়লেট যথাযথভাবে ফ্ল্যাশ করুন। ফ্ল্যাশ করতে ভুলে কখনোই যাবেন না। যদি টয়লেটে ফ্ল্যাশের ব্যবস্থা না থাকে, তাহলে মগে পানি নিয়ে কমোডে ঢেলে দিন। শারীরিক অবস্থা সবার সব সময় ঠিক থাকে না। কোনো কারণে টয়লেটে দুর্গন্ধ হলে টয়লেটের সংযুক্ত পাখা ছেড়ে দিন বা জানালাটি খুলে দিন। টয়লেট যথাসম্ভব শুকনো রাখুন। পুরো টয়লেটে পানি ছড়াবেন না। যদি পানি ব্যবহার করতে হয়, এক পাশে পানি ঢালুন। ছেলেদের ইউরিনাল টয়লেটের ক্ষেত্রে অবশ্যই পানি ঢালুন অর্থাৎ ফ্ল্যাশ করতে ভুল করবেন না। কারণ এটি খোলা থাকে। কারও বাসার টয়লেটে হুট করেই ঢুকে যাবেন না। অনুমতি নিয়ে নিন। এতে লজ্জার কিছু নেই। বরং এতে আপনার সুন্দর ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। টয়লেটের সামনে অনেক সময়ই পৃথক স্যান্ডেল রাখা থাকে। সেটি পরে টয়লেটে যাবেন। যদি স্যান্ডেল না থাকে আপনার জুতা নিয়ে প্রবেশ করলেও খেয়াল রাখুন তা থেকে যেন টয়লেটে ময়লা সৃষ্টি না হয়। অবশ্যই পা ও টয়লেট ধুয়ে তারপর বেরিয়ে আসুন। শুধু টয়লেটের পরিচ্ছন্নতা নয়, বেসিনের পরিচ্ছন্নতার দিকেও লক্ষ রাখতে হবে। কফ, সর্দি বা থুথু ফেলার পর অবশ্যই পরিষ্কার করে রাখুন।অফিসে, বাসস্টপ কিংবা শপিং মলে টয়লেট ব্যবহার করতে গিয়ে হয়তো বাজে পরিস্থিতির মুখে পড়তে হতে পারে আপনাকে। সে ক্ষেত্রে দায়িত্ব না এড়িয়ে অবশ্যই নির্দিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে যাবেন।