
রিভিউ
একটা মোটে ইনিংস তাতেই রিভিউ হলো দশখানা
মাঠের দুজন আম্পায়ারের দুইজনই কি, বস, কানা?
টেকনোলজির কল্যাণে আজ ক্রিকেটে ‘ভুল’ থাকবে না
ভুল ডিসিশন চাপিয়ে দিয়ে কেউ শাকে মাছ ঢাকবে না!
খেলার মতো সবকিছুতেই থাকলে এটা বেশ হতো
বিঘ্নবিহীন জীবন হতো, সমস্যাহীন দেশ হতো!
পরীক্ষাতে, ভাইভাতেও এই রিভিউর ইউজ হোক
এসব প্রসেস পার করে ফের পত্রিকাতে নিউজ হোক!
স্রেফ না দেখেই আমার লেখা সম্পাদকও ফেলত না
ডাক্তারেরা হাসপাতালে জীবন নিয়ে খেলত না!
জিএফ দিত প্রেমিককে কি জীবন থেকে আউট করে—
কারও কথায় ভুল কারণে তার ওপরে ডাউট করে?
থাকলে এটা রাস্তাঘাটে হয় ঝামেলা কন দেখি?
এমন রিভিউ কাজ দিত না ঝগড়া-বিবাদ-দ্বন্দ্বে কি?
কেউ দিলে গাল, কিংবা কোনো ভুল অভিযোগ তুললেই
টিকত সেটা? হোক চালু তা আজ যেকোনো মূল্যেই!
জামাই নামের কলঙ্ক
বাংলাদেশের বিপক্ষে আজ বাংলাদেশের জামাই
বলুন দেখি এ দুঃখকে কেমন করে থামাই?
বলছি কথা মঈন আলীর, ক্রিকেট যিনি খেলেন
রান তো করেন, উইকেটও যে অনেক নিয়ে ফেলেন!
সাকিব, কায়েস, মুমিন—সবাই মঈন আলীর শিকার
জামাই থেকে কন দেখি হয় এমন ভোগান্তি কার?
কম পড়েছে শ্বশুরবাড়ির আদর এবং খাতির?
কলঙ্ক এই মঈন আলী পুরো জামাই জাতির!