
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নামে অ্যাকাউন্ট আছে। অনেকের অনুসারীও জুটেছে লাখ লাখ। এবারের আয়োজনে থাকছে তারকাখ্যাতি পাওয়া এমন কয়েকটি কুকুরের কথা।
পাগের পরিচয়
লেসলি মোজিয়ারের পাগ জাতের কুকুর ডউগ যুক্তরাষ্ট্রের বিখ্যাত পিপলস চয়েস পুরস্কার বিজয়ী। কথাটা শুনে একটু অবাক হওয়ারই কথা। কিন্তু ঘটনা সত্য। ২০১৯ সালে পিপলস চয়েস অ্যাওয়ার্ড ফর অ্যানিমেল স্টার জিতে নিয়েছে নিজেকে ‘কিং অব পপ কালচার’ পরিচয় দেওয়া এই কুকুরছানা। ইনস্টাগ্রামে তাকে দেখা যায় কেটি পেরি, অ্যামি শুমার, শাকিরা কিংবা স্ট্রেঞ্জার থিংসের গায়ক ও অভিনেতাদের সঙ্গে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৪০ লাখ।
টাকারে মাতোয়ারা
যুক্তরাষ্ট্রের মিশিগান নিবাসী টাকার বুদজেনকে পাওয়া যাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, ইউটিউবসহ প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো তাকে দেখা যায় সিংহ সাজতে, কখনোবা আয়েশি ঢঙে গরুর মাংস খেতে। তবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে গানের তালে তালে ফ্যানের সামনে দাঁড়িয়ে তার চুল ওড়ানোর ভিডিওগুলো। টাকারকে ইনস্টাগ্রামে অনুসরণ করে ২৬ লাখেরও বেশি মানুষ। এই কুকুরের মালিক কোর্টনি বুদজেন।
নাচিয়ে জিফপম
ইনস্টাগ্রামে প্রায় ১১ লাখ অনুসারী আছে পোমেরিয়ান জাতের কুকুর ছানা জিফপমের। র্যাপ গানের ভক্ত জিফপমকে প্রায়ই দেখা যায় নিকি মিনাজের গানের তালে নাচতে। তুলতুলে ও গোলগাল জিফপমেরও নিজস্ব ওয়েবসাইট আছে। আছে টুইটার ও টিকটক অ্যাকাউন্টও। আরও মজার বিষয় হচ্ছে, তার একটা ফোন নম্বরও আছে! কে জানে, জিফপমের মালিক রেবেকাকে কত মানুষের কৌতূহলী কথা শুনতে হয়।
ম্যাগি ও অরবিট
বোস্টন টেরিয়ার জাতের কুকুর ম্যাগি ও অরবিট। এই দুই বোনের নামে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তাতে অনুসারীর সংখ্যা প্রায় দেড় লাখ। শুধু তা–ই নয়, তাদের নামে আছে একটা ওয়েবসাইটও। যেখানে তাদের নিয়মিত কার্যকলাপ ও পছন্দ-অপছন্দ নিয়ে লেখাও ছাপা হয়। কুকুরজগতের ‘আইকনিক ডুয়ো’ হিসেবে পরিচিত এই দুই বোন বিভিন্ন পণ্যসামগ্রীর মডেলিংও করে থাকে। তাদের মালিক হান্নাহ জুলিয়েট।
গ্রিফিন ও হারু
ফরাসি জাতের দুই বুলডগ গ্রিফিন ও হারু যেন হরিহর আত্মা। ইনস্টাগ্রাম ছাড়াও তাদের আছে ইউটিউব চ্যানেল, যেখানে তারা নিয়মিত খাবারের রিভিউও দিয়ে থাকে, অবশ্যই তাদের নিজস্ব ভঙ্গিতে। মাইক্রোফোন কিংবা ক্যামেরার সঙ্গে খুব নিঃসংকোচে দুষ্টুমি করায় তাদের জুড়ি মেলা ভার।
লিস্টভার্স অবলম্বনে আকিব মো. সাতিল