পাঠক রস

তাহাদের চ্যাটিং

স্বামী-স্ত্রী ফেসবুকে চ্যাট করছিল। একপর্যায়ে স্ত্রী ‘গুডনাইট’ বলে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে ঘুমিয়ে পড়ল। স্বামী আরও বেশ কিছুক্ষণ ফেসবুকে এর-ওর পোস্টে ‘হা হা’ রি-অ্যাকশন দিয়ে ঘুমিয়ে পড়ার ঠিক আগমুহূর্তে স্ত্রীকে আবার নক করল, ‘কী করো?’
অনেকক্ষণ হয়ে গেলেও স্ত্রীর কোনো রেসপন্স নেই। বিরক্ত হয়ে স্বামী পাশে শুয়ে থাকা স্ত্রীর দিকে তাকিয়ে দেখল সে গভীর ঘুমে আচ্ছন্ন। সেটা দেখেই স্বামী আবার স্ত্রীকে ফেসবুকে নক করল, ‘ওই, আছ? আরেহ্ আজব! বিজি নাকি? ওই, মেসেজ সিন করো না কেন? তুমি কি অফলাইনে? তুমি কি ঘুমায় গেছ? ধুর, আমিও ঘুমায়া গেলাম!’
এসব লিখেই পাশে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ডাকতে শুরু করল স্বামী। স্ত্রী ঘুমঘুম চোখে ‘কী হইছে, ডাকো কেন?’ বলে সাড়া দিল। স্বামী বলল, ‘একটু ফেসবুকে আসো তো, ইমারজেন্সি কথা আছে।’ স্ত্রী ডেটা অন করে ফেসবুক মেসেঞ্জারে ঢুকল। লিখল ‘আরেহ্, আমি তো ঘুমাচ্ছিলাম, তাই রিপ্লে দিতে পারি নাই! সরি! আর কী ইমারজেন্সি কথা বলবা, বলো।’
স্বামীও দ্রুত টাইপ করে লিখল, ‘আমার না খুব শীত করছে, গায়ে কম্বলটা একটু দিয়ে দাও না প্লিজ!’