
সুন্দর পোশাকটা পরে বেরিয়েছেন, খেতে যাবেন বন্ধুদের সঙ্গে। খাবার পড়ে দাগ লেগে গেল পোশাকে। বেড়ানোর পুরো মজাটাই মাটি। এমন সমস্যায় পড়লে কী করবেন জেনে নিন। পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রিনাত ফওজিয়া। তিনি বলেন, যেকোনো কাপড়ে খাবারের দাগ পড়লে যতটা দ্রুত সম্ভব ধুয়ে ফেলতে হবে। তা না হলে দাগটা স্থায়ী হয়ে যাবে। আপনার পছন্দের পোশাকটা হয়তো পরাই যাবে না। বিভিন্নভাবে কাপড়ে খাবারের দাগ পড়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে তেল, ঝোল, হলুদ, সস, চা, কফি, ভিনেগার, আইসক্রিম, চকলেট ইত্যাদি। বিশেষ করে রান্না করতে গেলে কিংবা খাবার বেড়ে দিতে গেলে তেল, ঝোল আর হলুদের দাগ পড়েই থাকে। একবার এ রকম দাগ পড়লে দাগটা তুলতে একটু কষ্ট হয়ে যায়।
জেনে নিন
কাপড়ে তেল, ঝোলের দাগ পড়লে তা শুষে নেওয়ার জন্য ব্যবহার করুন ট্যালকম পাউডার। প্রথমে কাপড়ের দাগের ওপর একটু বেশি করে ট্যালকম পাউডার দিয়ে শুকনো অবস্থায় ব্রাশ দিয়ে ঘষে নিন। ঘষলে হালকা তেল, ঝোলের দাগ উঠে যাবে। এরপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেললে পুরো দাগটাই চলে যাবে। সরাসরি সাবান-পানি দিয়ে ধুলে কাপড়ে লাল দাগ হয়ে যেতে পারে।
চা, কফির দাগ কাপড়ে লাগলে সঙ্গে সঙ্গেই পানি দিয়ে ধুয়ে ফেললে দাগ চলে যাবে। অথবা একটু তরল দুধ দিয়ে দাগের স্থানে ব্রাশ দিয়ে ঘষে নিন। এবার ধুয়ে ফেললে দাগ উঠে যাবে। অনেক সময় কাপড়ে চা-কফির অনেক পুরোনো দাগ পড়ে যায়। এ ক্ষেত্রে হাইড্রোজেন পার অক্সাইড দাগের স্থানে দিয়ে কিছুক্ষণ পর সাবান পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিলে দাগ চলে যাবে।
কাপড়ের যে স্থানে হলুদ কিংবা মসলার দাগ লাগবে সে স্থানে লেবুর রস দিয়ে ঘষা দিয়ে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর কড়া রোদে শুকাতে দিতে হবে। ঘাসের ওপর মেলে দিলে দাগটা দ্রুত চলে যাবে।
ফলের রস কাপড়ে লেগে দাগ হলে প্রথমে গরম পানি দিয়ে, তারপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ফলের রসের দাগও অনেক দিনের পুরোনো হলে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করে ধুয়ে ফেলতে পারেন।
জামের রসের দাগ তোলার জন্য কখনই সাবান ব্যবহার করা যাবে না। শুধু গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রয়োজনে গ্লিসারিন দিয়ে দাগ তোলা যেতে পারে।
কাপড়ে দাগ তোলা নিয়ে আরও দেখুন বিবিয়ানার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকারের পরামর্শ।
শিশুরা অনেক সময় খেতে খেতে কাপড়ে চকলেট, আইসক্রিম ফেলে কাপড়ে দাগ ফেলে। এসব দাগ সাধারণত কাপড়ে স্থায়ী হয় না। তবে দাগটা লাগার সঙ্গে সঙ্গেই কাপড় সাবান পানি কিংবা ডিটারজেন্টের পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে। একটু পর দাগের স্থানে ব্রাশ দিয়ে ঘষা দিয়ে ধুয়ে ফেলে রোদে শুকাতে দিলে দাগটা চলে যাবে।
সুতির সাদা কাপড়ে যেকোনো খাবারের দাগ লাগলে লিকুইড ব্লিচ দিলে দাগটা উঠে যাবে।
কাপড়ে খাবারের দাগ গাঢ় হয়ে গেলে গরম পানিতে ডিটারজেন্ট কিংবা লেবুর রস মিশিয়ে দাগের স্থানে দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর সাবান পানি দিয়ে ধুয়ে ফেললে দাগটা চলে যাবে।
কাপড়ে সসের দাগ লাগলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।
ভিনেগারের দাগ কাপড়ে পড়লে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে দাগ চলে যাবে।
গ্রন্থনা: নাঈমা আমিন