দেশি পণ্যের মেলায় বিদেশিদের ভিড়

কথা ছিল, তৃতীয় দিনেই শেষ হবে মেলা। গিয়ে দেখি, ‘শেষ হয়ে হইল না শেষ।’ মেলার আয়ু বেড়েছে আরও এক দিন। চলবে আজ রোববার রাত ৯টা পর্যন্ত। গতকাল শনিবার রাজধানীর গুলশানে বসেছিল ‘বাহারি’ নামের এই দেশীয় পণ্যের মেলা। মেলায় নিচতলা আর দোতলা মিলে ১৭টি অনন্য উদ্যোগের পাশাপাশি নিজেদের পসরা সাজিয়ে বসেছে। সেসব ঘুরে ঘুরে পণ্য কিনছেন, সেবা নিচ্ছেন দেশি ও বিদেশি ক্রেতারা। মেলায় প্রাধান্য পেয়েছে পরিবেশবান্ধব আর কুটিরশিল্পজাত পণ্য।

শাড়ি দেখছেন এক ক্রেতা
ছবি: সাবিনা ইয়াসমিন

মেলারই এক দোকানের নাম সবুজ সাথী। আপনাদের বিশেষত্ব কী, জানতে চাইলে এই উদ্যোগের মার্কেটিং বিভাগের প্রধান পার্থিব মাহবুব বললেন, তাঁরা যেসব নিত্যব্যবহার্য পণ্য উৎপাদন করেন, সেসবের একটাই উদ্দেশ্য, কার্বন ফুটপ্রিন্ট কমানো। বললেন, ‘আমাদের সবকিছুই ক্লাইমেট ফ্রেন্ডলি। আমরা যতটা সম্ভব প্রাকৃতিক উপাদানে দৈনন্দিন কাজে লাগে, এমন সব পণ্য বানাই। প্যাকেজিংও কাগজ বা পাটের। এগুলো আবার পুনর্ব্যবহারযোগ্য।’

ছয় মাস হলো যাত্রা শুরু করেছে সবুজ–সাথী, পরিবেশবান্ধব পণ্য বিক্রি করে তাঁরা

পার্থিবের সঙ্গে যখন কথা চলছে, তখন স্টলে এলেন সবুজ সাথীর উদ্যোক্তা। পরিচয় দিয়ে ক্রেতাদের উদ্দেশে বললেন, ‘আপনারা কেবল ক্রেতা নন। আপনারা এই উদ্যোগের সহযাত্রীও। আমাদের ছয় মাস বয়সী সবুজ সাথী এখনো পরীক্ষামূলক অবস্থানে রয়েছে। আপনারা পণ্য কেনেন বা না কেনেন, যেকোনো কিছু সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের উদ্যোগকে সমৃদ্ধ করবেন।’ বোঝা গেল, মহামারিকাল মানুষকে প্রকৃতি সম্পর্কে সচেতন করেছে। ব্যবসাতে তার ছাপ স্পষ্ট। ক্রেতারা যেমন পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে আগ্রহী হয়েছেন, বিক্রেতারাও তেমন হাত বাড়াচ্ছেন সেগুলোর দিকে।

সন্ধ্যায় চলেছে ন্যর-এর ফায়ার স্পিনিং

স্টলে স্টলে ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল উদ্যোক্তা জোহরা খানের সঙ্গে। ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তখনই একবার ঘুরতে গিয়েছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ আর সোনারগাঁ। সেখান থেকে ফিরে তাঁর মনে হলো, বাজার যখন বিদেশি পণ্যে ভরে গেছে, এমন সময় দেশের একজন সচেতন নাগরিক হিসেবে উচিত দেশি তাঁতের পণ্যের প্রসারে কাজ করা।

জামদানির এই ওড়নাটির দাম ১৫ হাজার টাকা

জোহরার গুলশানের বাড়িতে দুজন তাঁতি সব সময় কাজ করেন। পরিচিত তাঁতিদের দিয়ে নিজেদের সুতা আর মৌলিক নকশা দিয়ে কাজ করান। আর কিছু সংগ্রহও করেন। এভাবেই চলছে তাঁর জিকে কুটোর। এই স্টলে আছে ১৫ হাজার থেকে ২ লাখ টাকার জামদানি শাড়ি। বেশ কয়েকটি লাখ টাকার শাড়ি বিক্রিও হয়েছে এই মেলায়। করেন এসব শাড়ি, ওড়না বিভিন্ন দেশে রপ্তানিও করেন জোহরা।

ভালো ব্যবসা করেছে জুটমামাসহ কম বেশি সবাই

চামড়াজাত পণ্য নিয়ে কাজ করেন তাসলিমা মিজি। ২০১৬ সাল থেকে গুটি গুটি পায়ে পথ চলতে চলতে এখন ব্যাগের ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গেছে তাঁর উদ্যোগ গুটিপা। তৃতীয় দিনের সন্ধ্যায়ই অনেক কালেকশন ফুরিয়ে গেছে। চতুর্থ দিনের জন্য তাঁদের নতুন করে পণ্য আনতে হবে। পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় আর শ্রমিকদের স্বার্থ—চামড়াজাত এসব পণ্য উৎপাদনের ক্ষেত্রে এ দুটি বিষয়ের ওপর সবচেয়ে গুরুত্ব দেন সাংবাদিকতা ছেড়ে ব্যবসায় নামা এই উদ্যোক্তা। যে পরিমাণ ক্রেতা ছিলেন, তাঁদের প্রায় অর্ধেকই বিদেশি। আনন্দের সঙ্গে ঘুরে ঘুরে এসব পণ্য দেখেছেন তাঁরা, কিনেছেন। অনেকেই তাঁদের দেশে নিয়ে যাওয়ার জন্য পাটজাত পণ্য নিয়েছেন। অর্ডারও করেছেন।

বিদেশীরাও এসব দেশী পণ্য কিনেছেন দেধারছে

সন্ধ্যা সাতটা বাজতেই মেলার বিল্ডিংয়ের সঙ্গে লাগোয়া মাঠে শুরু হলো মা আর ছেলের উদ্যোগ ন্যর-এর ফায়ার স্পিনিং। ক্রেতারা তো বটেই, বিক্রেতা আর আগত দর্শনার্থীদের একটা বড় অংশ ভিড় করলেন মিউজিকের তালে তালে এই আগুন নিয়ে খেলা দেখতে। কয়েক পর্বে চলল সেই মনোমুগ্ধকর আগুনের শিখা আর গোলকের প্রদর্শনী। একেক পর্ব শেষ হয় আর দর্শনার্থীদের হাততালি যেন থামেই না। দ্বিতীয় দিনে মেলায় এসেছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সেদিন এই মাঠেই হয়েছে শিমুল মুস্তাফার আবৃত্তি। আরও ছিল গানের দল শোয়েব অ্যান্ড কোম্পানির আধুনিক গান আর নজরুলগীতি।

প্রথমদিন মেলা ঘুরে দেখছেন এক ভিনদেশী

মেলায় অংশ নিয়েছিল পাটজাত পণ্যের স্টল জুটমামা, রিসাইকেল জুয়েলারি আদি লোহাকাড়া, আপসাইকেল অ্যাক্সেসরিজ এমআইবি স্পিরিট, মানসিক স্বাস্থ্য ক্লিনিক পিএইচডব্লিউসি, গ্রোসারি আইটেম চালডাল, প্ল্যান্ট, উপহারসামগ্রী প্ল্যান্ট অ্যাফেয়ারসহ বেশ কিছু উদ্যোগ। মেলায় ঘুরে মনে হলো, পণ্যের দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি। অবশ্য সম্ভাব্য ক্রেতাদের শ্রেণি, আয়ের বিষয়টিও বিবেচনাধীন।  তা ছাড়া মাস পেরোলেই ঈদ। সেই বিষয়ও হয়তো পণ্যের দামকে প্রভাবিত করেছে। সব মিলিয়ে মহামারিকালের থেমে থাকা পেরিয়ে গুলশান এলাকায় এ রকম বাহারি দেশি উদ্যোগের মেলা ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের জন্যই স্বস্তির।

মেলায় ঘুরে মনে হলো, পণ্যের দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি