Thank you for trying Sticky AMP!!

দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম ও দ্বিতীয় নারী বিচারক তাঁরা

নাজমুন আরা সুলতানা

দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম নারী বিচারক হলেন নাজমুন আরা সুলতানা। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর তিনি মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। দেশের প্রথম নারী জেলা জজ তিনি, হাইকোর্টেও প্রথম নারী বিচারপতি। আপিল বিভাগের প্রথম নারী বিচারপতিও তিনি। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ৪২ বছরের বিচারকজীবনের ইতি টেনে ২০১৭ সালের ৭ জুলাই অবসরে যান তিনি। ২০২১ সালের মে মাসে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেয় সরকার। এই পদে নিয়োগ পাওয়া প্রথম নারীও তিনি। এখনো ওই পদেই কর্মরত বিচারপতি নাজমুন আরা সুলতানা।

জিনাত আরা

আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি হলেন বিচারপতি জিনাত আরা। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৭৮ সালের ৩ নভেম্বর মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগদান করেন তিনি। একে একে সব ধাপ পেরিয়ে ২০১৮ সালের ৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ৪১ বছরের বেশি সময়ের কর্মজীবনের ইতি টেনে ২০২০ সালের ১৪ মার্চ অবসরে যান তিনি।