কোঁকড়া চুলের সবচেয়ে সাধারণ ছাঁট হলো স্টেপ কাট। চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব বিবেচনা করে স্টেপ কাট করাই ভালো। এ ছাড়া এ ধরনের চুলে ডিভা কাট ভালো দেখায়। এই কাটে চুলের দৈর্ঘ্য যা–ই হোক, পেছন থেকে তা সমান বা ইউ করে কাটা হয়। এ ছাড়া কোঁকড়া চুলে শ্যাভেজ কাট, ইন্টারনাল লেয়ার কাট করে ঘনত্ব বাড়ালে দেখতে ভালো লাগে।
এ ধরনের চুল বাঁধার সময় টপবান, হাইপ্লান্ট, মেসিবান, সাইডবান করে সামনের ছোট কোঁকড়া চুলগুলো খোলা রাখলেও আকর্ষণীয় লাগে। খোলা রাখতে চাইলে টপে পনিটেল রোল করে কিছুক্ষণ পর ছেড়ে দিলে সুন্দর সেট হয়ে যাবে বাইরের লেয়ারগুলো।
সাধারণত বর্গাকৃতি আর গোলাকার মুখ হলে সোজা চুলে চিক কাট ভালো মানায়। চুল দৈর্ঘ্যে মাঝারি হলে ফেদার কাট ভালো মানায়। এ ছাড়া ক্ল্যাসিক বব, সামার বব, লেয়ার বব স্টাইল, ভলিউম শ্যাগ, ইমো করতে পারেন।
সেটিংয়ের ক্ষেত্রে চুল খোলাও রাখতে পারেন। আর বাঁধতে চাইলে বিভিন্ন ধরনের বেণি বা টুইস্ট করতে পারেন চুলে। বেণি ও টুইস্টের সমন্বয়ে করতে পারেন বিভিন্ন খোঁপাও। সোজা চুলে ঘনত্ব ও দৈর্ঘ্য বুঝে হেয়ার সেট করতে পারেন ইচ্ছেমতো।