জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০

নারীরা বেশীরভাগই শাড়ি, পুরুষেরা সাদা পাঞ্জাবি

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে আজ বসেছে তারার হাট। চলছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০। এখানে বিভিন্ন শাখায় ২৮ জন শিল্পী ও কলাকুশলীর হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নারীদের বেশির ভাগেরই পরনে বিভিন্ন রকমের শাড়ি, আর পুরুষেরা বেছে নিয়েছেন সবচেয়ে নিরাপদ বাঙালি পোশাক, সাদা পাঞ্জাবি। যাঁরা পাঞ্জাবি পরেননি, তাঁরা পরেছেন শার্ট, প্যান্টের ওপর চাপিয়েছেন কোট। দেখে নেওয়া যাক সেখানকার কয়েকটি ছবি।
কোনালের পরনে সাদা শাড়ি, কানে লম্বা ঝুমকো, তবে সবচেয়ে আকর্ষণীয় অলঙ্কার হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ট্রফি
ছবি: ফেসবুক থেকে
সিয়াম আহমেদ পরেছিলেন সাদা পাঞ্জাবি। ওপরে চাপিয়েছিলেন সবুজ জামদানির কোটি। আর পায়ে ছিল সাদা কেডস
সিয়ামের স্ত্রী অবন্তীর পরনে ছিল সুরমারঙা শাড়ি। সঙ্গে একই রঙের ব্যাগ। শিগগিরই তাঁদের পরিবারে যোগ হচ্ছে নতুন সদস্য
সেরা অভিনেত্রী দীপান্বিতা মার্টিন লাল ব্লাউজ দিয়ে পরেছিলেন সবুজ শাড়ি, এই সাজে হাসিই তাঁর সবচেয়ে বড় অলংকার হয়ে ছিল
অভিনেতা ফজলুর রহমান বাবুর পরনেও ছিল সাদা পাঞ্জাবি
ওয়াইনরঙা নেটের শাড়িতে অভিনেত্রী তারিন
চেনা সাজে ছিলেন চিত্রলেখা গুহ
কবির বকুল, বেলাল খান, ইমরান ও কনা—এক ফ্রেমে চার সংগীত তারকা
ইমরান আর কনা—এই দুজনে বেছে নিয়েছেন নীলের দুই প্রান্তের দুই শেড
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরদৌস ও পূর্ণিমা। ফেরদৌস পরেছিলেন সবুজ পাঞ্জাবি। পূর্ণিমার পরনে ছিল লাল–সবুজ কাতান। অন্যদিকে চঞ্চল চৌধুরীর পরনে ছিল লাল পাঞ্জাবি। মঞ্চে আরও দেখা যাচ্ছে শার্ট, প্যান্ট আর কোট পরিহিত সাজু খাদেমকে
গাজী রাকায়েতের পরনেও ছিল সাদা পাঞ্জাবি
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার হাতে নিয়াজ মাহবুব