নারী মানেই অন্নপূর্ণা, নারী মানেই সর্বসেরা। মা, বোন স্ত্রী, মেয়ে কিংবা বন্ধুরূপে সঙ্গী প্রতিনিয়তই। তাঁরা নানা প্রয়োজনে প্রতিদিনই থাকেন পরিবারের পাশে। এই নারীদের প্রতি সম্মান জানাতে এবারের আন্তর্জাতিক নারী দিবসে ‘প্রথম আলো’ ও ইস্পাহানি পার্বণ একসঙ্গে মিলে আয়োজন করেছে ‘তাঁর জন্যও রাঁধুন’।
রান্নার কাজটা কেবল নারীর নয়। নারী আর পুরুষ উভয়েরই সমান দায়িত্ব। তবে এই বিশেষ দিবসে কেবল পুরুষ রাঁধবেন নারীর জন্য। নারী দিবসে নিজের ঘরের নারীদের রান্না করে খাওয়ানোর পাশাপাশি আপনি পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। সে জন্য আপনাকে অংশ নিতে হবে একটি প্রতিযোগিতায়।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম
নিত্যদিনের তিন বেলা খাবার কিংবা বিশেষ কোনো রান্নার আবদার ঐতিহাসিক আর সাংস্কৃতিকভাবে সাধারণত নিজে থেকেই পূরণ করে থাকেন আমাদের মা-বোন-স্ত্রী-ভাবি বা নারীরাই। যদিও এটা তাঁদের দায়িত্ব নয়। আপনার জীবনের সেই বিশেষ নারীর জন্য তাঁর প্রিয় খাবার রান্না করে তাঁকে আপ্যায়ন করুন। আর আপ্যায়নের মুহূর্তের ছবি তুলে তাঁর নাম ও আপ্যায়নের বিশেষ সেই মুহূর্তটি নিয়ে তাঁর অনুভূতি লিখুন। সেটি আপনার ফেসবুক প্রোফাইলে পাবলিক করে #CookforHer হ্যাশট্যাগ দিয়ে পাবলিশ করুন। অথবা সাইটে ‘আপ্যায়ন মুহূর্তের অনুভূতির কথা’ অপশনটি সিলেক্ট করে পাঠিয়ে দিন আপনার লেখা ও ছবি।
আপনিও হতে পারেন বিজয়ী
অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হবে। পরে ভোটাভুটির মাধ্যমে সেরা ৩ বিজয়ীকে নির্বাচন করা হবে। ইস্পাহানি পার্বণের পক্ষ থেকে তাঁদের দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
আবেদনের শেষ তারিখ
আন্তর্জাতিক নারী দিবসে প্রথম আলো এবং ইস্পাহানি পার্বণের এ আয়োজনে অংশগ্রহণের শেষ সময় ৭ মার্চ ২০২২। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.cookforher.pro ঠিকানায়।
বিজ্ঞাপন বার্তা