নারী ও পুরুষের আবেগের ধরন ভিন্ন। পুরুষেরা বিশেষ কোনো ছবি দেখে নারীদের চেয়ে কম আবেগ প্রকাশ করে এবং সেগুলো ভুলেও যায় তুলনামূলক তাড়াতাড়ি। আবার মানসিক উদ্দীপনা প্রকাশের ক্ষেত্রেও পুরুষেরা পিছিয়ে রয়েছে।

সুইজারল্যান্ডের ব্যাসেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, তথ্য সংরক্ষণের ক্ষেত্রে নারী ও পুরুষের মস্তিষ্ক ভিন্নভাবে কাজ করে। তাঁরা এ গবেষণায় একদল নারী ও পুরুষকে ইতিবাচক, নেতিবাচক ও অস্পষ্ট আবেগের প্রকাশসংবলিত কিছু ছবি দেখান এবং সেগুলোর প্রতি তাঁদের সাড়া দেওয়ার ধরন লক্ষ করেন। এতে দেখা যায়, অস্পষ্ট আবেগ প্রকাশকারী ছবির ব্যাপারে নারী-পুরুষের অভিব্যক্তি একই রকমের। আর ইতিবাচক ও নেতিবাচক ছবিগুলোর ক্ষেত্রে নারীরা বেশি সাড়া দেন। সবচেয়ে বেশি ব্যবধান দেখা যায় নেতিবাচক ছবিগুলোর ক্ষেত্রে। এসব ছবি দেখে নারীরা পুরুষের তুলনায় বেশি আবেগপ্রবণ আচরণ করেন।
ওই গবেষণাকাজের প্রধান অ্যানেট মিলনিক বলেন, স্মৃতি সংরক্ষণ এবং মস্তিষ্কে আবেগ প্রক্রিয়াকরণে লিঙ্গভিত্তিক ব্যবধান স্পষ্ট। নারীরা কেন স্মৃতির পরীক্ষায় চিরাচরিতভাবে ভালো করে, এই গবেষণায় তার একটি ব্যাখ্যা মিলেছে।
অপর গবেষক কার্লা স্পালেক বলেন, নারীর অভিব্যক্তিতে আবেগের প্রকাশ পুরুষের তুলনায় বেশি বলে যে বিশ্বাস প্রচলিত রয়েছে, এই গবেষণায় তা প্রতিষ্ঠিত হয়। তবে প্রাকৃতিকভাবেই নারী ও পুরুষের মস্তিষ্কের গঠনের পার্থক্য অথবা সামাজিক প্রেক্ষাপটে তাদের ভিন্ন ধরনের বিকাশ নিয়ে এই গবেষণায় কোনো অনুসন্ধান চালানো হয়নি। মানুষের স্মৃতির স্নায়বিক এবং আণবিক কার্যক্রমের কলাকৌশল সম্পর্কে অধিকতর স্পষ্ট ধারণা অর্জন করার মাধ্যমে মস্তিষ্কের বিভিন্ন রোগের নতুন চিকিৎসা আবিষ্কারের চেষ্টায় সহায়তা করাই ছিল গবেষণাটির উদ্দেশ্য। সূত্র: টেলিগ্রাফ