শখ

পিয়ানোর টুং টাং, বেহালার সুর

‘বেহালা না ছাই, তুই তো ঘোড়ার লেজ বাজাস’! বন্ধুদের কাছে এমন টিপ্পনী প্রায়ই শুনতে হয় রায়েদাকে। বেহালার বোর স্ট্রিং তৈরি হয় ঘোড়ার লেজ থেকে, মুখ ফসকে একবার বন্ধুদের দিয়েছিল তথ্যটা। ব্যস, সেই থেকে শুরু! টিপ্পনী যতই কাটুক, রায়েদা যখন বেহালায় সুর তোলে, ঠিকই মন্ত্রমুগ্ধের মতো শোনে বন্ধুরা। বাদ্যযন্ত্রে এই সুরচর্চা কি শুধুই অন্যের জন্য? এমনটা মনে করেন না পিয়ানোবাদক শাফকাত রাইয়ান। বলেন, ‘ছোটবেলায় পিয়ানো শিখলেও ব্যস্ততার কারণে বাজানো হয় না এখন। তবে ছুটির দিনে বিকেলবেলা নিজের জন্যই বাজাই। মন ভালো হয়ে যায়।’রায়েদা কিংবা শাফকাত, দুজনকেই শুরুতে বেহালা আর পিয়ানো শেখার খোঁজ জানতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। গিটার, তবলা, হারমোনিয়ামের শিক্ষক হয়তো পাওয়া যায় বাড়ির কাছেই। কিন্তু বেহালা কিংবা পিয়ানো শেখা যায়, এমন সুবিধাজনক জায়গার খোঁজ পাওয়া একটু কঠিন। কখনো বাসা থেকে একটু দূর হয়ে যায়, কখনো খরচটাও ঠিক সাধ্যের মধ্যে থাকে না। তাই বলে শেখার শখ তো আর দমিয়ে রাখা যায় না। জেনে নিন, ঢাকার কোথায় কোথায় আছে পিয়ানো আর বেহালা শেখার সুযোগ।সাউন্ড অব মিউজিকসাউন্ড অব মিউজিকে শিখতে পারবেন বেহালা, পিয়ানো দুটোই। ভর্তি ফি দুই হাজার টাকা, মাসিক ফি তিন হাজার টাকা। সপ্তাহে একটি ক্লাস। ঠিকানা: রাস্তা ২১, বাড়ি ৩, ফ্ল্যাট সি-৪। গুলশান ১।ওয়েবসাইট: ww.soundofmusicbd.comমিউজিক প্ল্যানেটমিউজিক প্ল্যানেটেও আছে পিয়ানো আর বেহালার বিভিন্ন মেয়াদি কোর্স। ভর্তি ফি দেড় হাজার টাকা, মাসিক ফি দুই হাজার টাকা। ক্লাস সপ্তাহে এক দিন। ঠিকানা: রাস্তা ৯৬, বাড়ি ৫-এ, ছয়তলা। গুলশান ২।ওয়েবসাইট: www.musicplanetbd.comআলিয়ঁস ফ্রঁসেজঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজের শাখা রয়েছে ধানমন্ডি, গুলশান এবং উত্তরায়। বেহালার ওপর আছে বিভিন্ন মেয়াদি কোর্স। এসব কোর্সে মোট খরচ পড়বে আট থেকে ২৫ হাজার টাকা। পিয়ানো শেখার জন্য ভর্তি ফি এক হাজার, মাসিক ফি তিন হাজার টাকা। ওয়েব সাইট: www.afdhaka.orgব্লুনোট একাডেমিব্লুনোট একাডেমির ভর্তি ফি দেড় হাজার টাকা। মাসিক ফি তিন হাজার টাকা। ঠিকানা: রাস্তা ১২, বাসা ২১, নিচতলা। বারিধারা।ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুলএ স্কুলে শিখতে পারবেন পিয়ানো, বেহালা দুটোই। মাসিক খরচ এক হাজার টাকা। সপ্তাহে একটি ক্লাস। ঠিকানা: ২১৮/৩/এ পশ্চিম কাফরুল, বেগম রোকেয়া সরণি, তালতলা। ওয়েবসাইট: www.kdaborg.com/korean/dimsc/index.htmlওয়াহিদ একাডেমিবেহালা আর পিয়ানো, দুটোর জন্যই আছে বিভিন্ন কোর্স। মাসিক ফি আড়াই হাজার টাকা। ঠিকানা: রাস্তা ৯৭, বাড়ি ৪-এ, গুলশান ২। বাসায় শিখতে চাইলে: বাড়িতে এসেও অনেকে পিয়ানো ও বেহালা শেখান। এই যেমন:পিয়ানোর গৃহশিক্ষক সাইমন সনি মজুমদার। তাঁর সম্মানী প্রতি ঘণ্টায় ৮০০ টাকা। ফোন: ০১৭১৩০১২৬২৫বাসায় বেহালা শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন মো. চান মিয়ার সঙ্গে। এলাকাভেদে চান মিয়া মাসিক চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে থাকেন। ফোন: ০১৭১০১৫৫০৪৯এছাড়া মাহামুদুল হাসান বেহালা শেখান তাঁর নিজের বাসায়। মাসিক সম্মানী দুই হাজার টাকা। ঠিকানা: ২৮৯ দক্ষিণ পাইকপাড়া, মিরপুর। ফোন: ০১৭১৫৪১২১৩২