>

আজ আন্তর্জাতিক বন্ধু দিবস। গত সংখ্যায় আহ্বান করা হয়েছিল পাঠক ফিচার ‘বন্ধু বন্ধুর জন্য’। ঘোষণায়, বন্ধুর জন্য ফারাজ আইয়াজ হোসেনের প্রাণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। পাঠকদের অসংখ্য লেখা আমরা পেয়েছি। বাছাই করা কিছু লেখা নিয়ে আজকের বন্ধুসভা পাতা। আজ বন্ধু দিবসে বন্ধুসভার পাতাটি উৎসর্গ করা হলো পয়লা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে।
ফারাজ আইয়াজ হোসেন প্রকৃত বন্ধুত্বের গল্প সৃষ্টি করল। ফারাজের গল্পটিই উদাহরণস্বরূপ ব্যবহৃত হবে। গল্পটি হয়তো এভাবে শুরু হবে ফারাজ নামে একজন সাহসী বালক ছিল। সে তার বন্ধুদের নিয়ে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। হঠাৎ কিছু নরপশু রেস্তোরাঁয় আক্রমণ করল। তারা রেস্তোরাঁয় আসা সবাইকে মেরে ফেলতে লাগল। ফারাজকে ছেড়ে দিতে চাইল। কিন্তু তার বন্ধুদের ছাড়তে চাইল না। তখন ফারাজ বলল, আমার বন্ধুদের মুক্তি না দিলে আমিও যাব না। তখন তারা বলল, তোমাকে মরতে হবে। ফারাজ বলল, আমার বন্ধুদের যদি তোমরা মেরে ফেল, তাহলেও আমিও মরতে রাজি। এটাই এখন প্রকৃত বন্ধুত্বের গল্প হিসেবে প্রকাশ পাচ্ছে। ফারাজ সব সময় তার মাকে বলত, ‘মা দেখবে আমি বিশ্বকে দেখিয়ে দেব।’ সত্যিই ফারাজ তুমি আজ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছ বন্ধুত্বের অর্থ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়