তারকা

বাবা দিবসে ছবি কথা বলে

বাবা দিবস উপলক্ষে নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি ও তারকারা বাবার সঙ্গে আনন্দঘন ছবি দিয়ে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। আবার সন্তান বা পরিবারের অন্য কোনো সদস্যও পারিবারিক ছবি প্রকাশ করেন। বাবার সঙ্গে সম্পর্কের আন্তরিকতা, ঘনিষ্ঠতা নিয়ে ছবিগুলোই কথা বলে। সে রকম কিছু ছবি নিয়ে এই আয়োজন—

বারাক ওবামা

দুই কন্যার বাবার সঙ্গে একটা ছবি প্রকাশ করে ‘বাবা দিবস’-এর শুভেচ্ছা জানান সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। এক সমুদ্রসৈকতে সন্তানদের সঙ্গে হাস্যোজ্জ্বল এই ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

ড্যান কুক

মার্কিন অভিনেতা ড্যান কুক সব সময় বাবার শূন্যতা অনুভব করেন। সমুদ্রসৈকতে বাবার সঙ্গেই সামুদ্রিক খাবার খেতেন। নিজেদের মতো করে সময় কাটাতেন।

প্রিন্স চার্লস

বাবা দিবস উপলক্ষে কিংসটন প্যালেস থেকে প্রিন্স চার্লস এবং তাঁর দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির সঙ্গে একটি সাদাকালো ছবি প্রকাশ করা হয়।

বিয়ন্স

সংগীতশিল্পী বিয়ন্স বাবা ম্যাথিউ নোলেসের সঙ্গে তাঁর ছেলেবেলার একটি ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। মূলত বাবা দিবসে স্মৃতি রোমন্থন করতেই এই ছবির প্রকাশ।

মাইলি সাইরাস

ছেলেবেলায় স্টুডিওতে বাবার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন মাইলি।

মিডো রেইন

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তারকা প্রয়াত পল ওয়াকারের কন্যা মিডো রেইন। বাবাকে খুব মিস করেন রেইন। বাবা দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে এই ছবি দিয়েছিলেন তিনি।

গ্রন্থনা: ফাবিহা সাহাব উদ্দিন