
বিয়ের পর প্রথম ঈদ নিয়ে নতুন দম্পতিদের উত্তেজনার শেষ থাকে না। একে তো নতুন পরিবার, নতুন সঙ্গীর সঙ্গে ঈদ; তারপর কাকে কী উপহার দেবেন, আয়োজন কী কী করবেন, তা নিয়ে চিন্তার অন্ত নেই।
এমনই এক দম্পতি মুমতাহিনা–শফিক। চলতি বছরের জানুয়ারিতে বিয়ে হয়েছে তাঁদের। এবারের ঈদ নিয়ে দুজনে মিলে নানা রকমের পরিকল্পনা করেছেন। রোজার আগে থেকেই শুরু হয়েছে আত্মীয়দের জন্য উপহার কেনা। কিছু কিছু ক্ষেত্রে দেখা দিচ্ছে মতের ভিন্নতা। মুমতাহিনা হয়তো মনে করছেন, সবাইকে পোশাক না দিয়ে টাকা দেওয়াই ভালো। যঁার যা পছন্দ কিনে নেবেন। শফিক সেখানে বাদ সাধছেন। তাঁর মতে, পোশাক কিনে দেওয়া ভালো। অতঃপর দুজনে মিলে ঠিক করলেন, যঁার যঁার পরিবারের লোকজনের উপহার তঁার তঁার কিনতে হবে। ঈদে কোন কোন পদ রান্না হবে, তাও ঠিক করা হয়ে গেছে। মুমতাহিনা জানান, ঈদের কারণে তাঁরা একে অপরের পছন্দ–অপছন্দের কথা জানতে পেরেছেন। পরিবারের অন্যরা কে কী পছন্দ করে, তাও জানা হয়েছে।
এবারের ঈদ যেসব দম্পতির প্রথম ঈদ হবে, তাঁরা ইতিমধ্যেই হয়তো বাজার ঘুরে কেনাকাটা শুরু করে দিয়েছেন। যাঁরা এখনো করেননি, তাঁরা প্রথমে একটা তালিকা তৈরি করে নিন। কাকে কাকে কী দেবেন, ঢাকার বাইরে কোনো আত্মীয় থাকলে তাঁকে কীভাবে পৌঁছে দেবেন, সেটিও লিখে রাখুন। তাড়াহুড়োয় অনেক সময় ছোট ছোট বিষয় মনে থাকে না। স্বামী বা স্ত্রী পরস্পরকে আলাদাভাবে কিছু দিতে চাইলে জিজ্ঞাসা করে নিতে পারেন। আবার চমকে দিতে চাইলে অন্য কারও কাছ থেকে জেনে নিতে পারেন কী পেলে তিনি খুশি হবেন। এসব রহস্যের মধ্যেই তো দাম্পত্য জীবন সুখের হয়।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ মোরশেদা বেগম বলেন, সবাইকে উপহার দিতেই হবে, এমন কোনো কথা নেই। সাধ্যের মধ্যে থাকলে দেবেন। তবে আন্তরিকতা যেন থাকে, সেটাই আসল বিষয়। প্রথম ঈদ কোথায় করবেন, নতুন দম্পতির তা নিয়ে মনোমালিন্য হয় অনেক সময়। দূরত্ব বেশি না হলে স্বামী–স্ত্রী দুজনের বাড়িতেই পালা করে বেড়িয়ে আসা যায়। এটি আসলে পারস্পরিক বোঝাপড়ার বিষয়। আর যাঁরা ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন, তখন নতুন সঙ্গীকে আশপাশের পরিবেশ ও পরিবার নিয়ে কিছুটা ধারণা দিন। এতে তাঁর সবকিছু বুঝে নিতে সহজ হবে।
নতুন সঙ্গীকে রান্না থেকে শুরু করে সব বিষয়ে সাহায্য করা উচিত। কেননা, ভিন্ন পরিবেশ থেকে আসা মেয়েটি এমনিতেই পরিবার ছেড়ে প্রথম ঈদ করছেন বাইরে। ফলে, তাঁর খারাপ লাগে এমন কোনো আচরণ করা যাবে না। আবার মেয়েটিকেও মানিয়ে নিতে হবে নতুন পরিবেশের সঙ্গে।