যাপিত রস

বিয়ে করতে যে জিনিসগুলো লাগবে

অবশেষে সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আমাদের বন্ধু শামীম বিয়ের পিঁড়িতে বসেছে। আশপাশে অনেক চেয়ার থাকতেও অনুষ্ঠানে আগত মেহমানদের সুবিধার জন্য শামীম চেয়ার ছেড়ে বসেছে ওই পিঁড়িতেই। এই বিয়েতে পাজামা-পাঞ্জাবি, ফুল-সুগন্ধি, ঘর-বাড়ি, মেহমান-ঘটকের সঙ্গে একজন বউয়েরও প্রয়োজন হয়েছে, এগুলো না হলে শামীমের বিয়ে হতো অসম্পূর্ণ। আসুন, দেখি বিয়ে করতে আরও কী কী লাগে।

প্লেট
প্লেট

প্লেট
বিয়েতে প্লেট একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। সবাই জিজ্ঞেস করে, বিয়েতে কী খাওয়াল? কিন্তু কেউ একবারও ভাবে না যে যদি প্লেট না দেওয়া হয়, তাহলে আগত অতিথিরা কীভাবে বিয়ের দাওয়াত খাবে! কাজেই যাঁরা বিয়ে করতে যাচ্ছেন, তাঁরা প্লেটের বিষয়টি খুব ভালোভাবে মাথায় রাখবেন। আপনার মামা, খালা, বর বা কনেপক্ষের বন্ধুরা মুরগির রান বা খাসির লেগ নিয়ে হাঁটতে হাঁটতে চিবুচ্ছেন, বিষয়টা দেখতেও খুব দৃষ্টিকটু! এ ছাড়া একটি প্লেটের ওপর ভিত্তি করে ওয়েটারদের কিছু সালামির স্বপ্ন জড়িয়ে থাকে। তাদের প্রতি একটু নজর দিন, বিয়েতে প্লেটের ব্যবস্থা রাখুন। মনে রাখবেন, খাবারের সঙ্গে প্লেট পাওয়া আপনার অতিথিদের মৌলিক অধিকার!

ড্রাইভার

ড্রাইভার
হবু বর নিজের বাড়ি থেকে বিয়েবাড়িতে যাবেন, সে জন্য একটা গাড়ি ঠিক করতে হবে। সর্বোপরি একজন দক্ষ ড্রাইভার লাগবে, যিনি সব সমস্যা, জ্যাম আর টেনশন দূরে ঠেলে গাড়িটি জায়গামতো পৌঁছে দেবেন। কাজেই বিয়েতে একজন ভালো ড্রাইভারের কোনো বিকল্প নেই। আবার বিয়েতে গান-বাজনা বাজানোর জন্য লাগবে ডিভিডি ড্রাইভার। এখানেও ড্রাইভার না থাকলে উচ্ছ্বাসভরা গানগুলো মিস হয়ে যাবে। মনে রাখবেন, বিয়ে হোক যথা তথা, ড্রাইভার হোক ভালো!

ক্যামেরা

ক্যামেরা
বিয়ে করতে গেলে বর অথবা কনে থাকুক আর না–ই থাকুক, ক্যামেরা কিন্তু অবশ্যই থাকতে হবে। মোবাইল ফোনের ক্যামেরাতেই এখন কাজ চলে যায়। তাই বিয়েতে আগত অতিথিদের মোবাইল ফোনে চার্জের ব্যবস্থাও রাখতে হবে। চার্জ নিয়ে অতিথিরা চিন্তাগ্রস্ত হলে বর-কনে কারও বিষয়েই আগ্রহ পাবেন না। স্টেজে সেলফি তোলার ব্যবস্থাও রাখুন। আজকাল কারও একটা গাড়ি থাকুক আর না থাকুক, একটা সেলফি অবশ্যই থাকতে হবে। নাহলে জগতে স্ট্যাটাস থাকে না। স্টেজ থেকে গরম গরম ছবি পাবলিশ করার ব্যবস্থা রাখাও বাঞ্ছনীয়। কাজেই মনে রাখবেন, একটি ক্যামেরাহীন বিয়ে, সারা জীবনের কান্না!

ওয়াই–ফাই
যেখানে বিয়ে করবেন, সেখানে কয়েকটি স্ট্রং ওয়াই–ফাই কানেকশন দিয়ে ফেলবেন। এতে করে ফেসবুকে চেক–ইন দিতে দিতে কারও মোবাইল ফোন রেজালার বাটিতে পড়ে যাবে, কারও মোবাইল ফোনে তেল লেগে পিছলে উড়ে গিয়ে পড়বে আরেকজনের পাতে। আবার কারও মোবাইল ফোন গোসল সেরে নেবে বোরহানির গ্লাসে। ওয়াই–ফাই থাকলে নিমেষেই ফেসবুকে আপনার বিয়ের ছবি আপলোড হয়ে যাবে। ফলে আপনাকে অভিনন্দন জানাতে পারবে অনুষ্ঠানে আসতে অপারগ আপনার বন্ধুরা। আর যদি লুকিয়ে বিয়ে করেন, তাহলে আপনার অভিভাবকদের নতুন করে জানাতে হবে না, ‘আকাশবাণীর’ মাধ্যমে তঁারা এ সংবাদ আগে থেকেই পেয়ে যাবেন। ফলে বিয়ে করে স্বামী বা স্ত্রীকে তাঁদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার ঝামেলাও থাকবে না। এড়াতে পারবেন অভিভাবকদের হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হওয়ার মতো ঝুঁকি। মনে রাখবেন, ওয়াই–ফাই মানে পরিকল্পিত পরিবার।

অক্সিজেন

অক্সিজেন
বিয়ে মানেই হলো সামান্য একটা জায়গায় অন্তত শ পাঁচেক মানুষের বিচরণ। এত অল্প জায়গায় এত মানুষ প্রবেশের কারণে হঠাৎ করেই অক্সিজেনের ঘাটতি হতে পারে। আপনার সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করতে করতেই মাথা ঘুরে পড়ে যেতে পারেন কেউ কেউ। পড়ে যাওয়া বান্ধবীর হাতের কবজি ধরে ফেলতে পারেন সদ্য পাস করা এক ডাক্তার। আপনার হতবিহ্বল মুখের দিকে তাকিয়ে চওড়া হাসি দিয়ে হয়তো বলতে পারেন, ‘কংগ্রাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন!’ দেখা গেল, পাশ থেকে এটা শুনে আপনার নববিবাহিত স্ত্রী বাপের বাড়ি চলে গেলেন! কাজেই এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই বিয়েস্থলে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করুন। মনে রাখবেন, জীবন বাঁচাতে অক্সিজেন, জীবন সাজাতে অক্সিজেন!

পানির কল

পানির কল
বিয়ে মানেই ব্যাপক খাওয়াদাওয়া, হাত ধোয়া, সাবান, তোয়ালে। আবার ওয়াশরুমেরও একটা ব্যাপার আছে। এত কিছু বশে আনতে পারে শুধু একটি জিনিসই—পানির কল। চিন্তা করুন একটি পানির কলবিহীন বিয়ের কথা! যেখানে সবাই খেয়ে হাত চাটতে চাটতে বের হয়ে যাচ্ছে! যেখানে শিশুরা মাংস মাখানো হাত মুছে ফেলছে বাবার লাল-সাদা পাঞ্জাবিতে! যেখানে সুন্দরী মেয়েদের গালে গালে লেগে আছে খাসির রানের হলদেটে আবেশ! যেখানে ওয়াশরুমের সামনে ভুক্তভোগীদের হাহাকার, চেপে রাখা আর্তচিৎকার! এমন বিয়ে নিশ্চয়ই আপনি দেখতে চান না? আপনি নিশ্চয়ই চান না যে বর বা কনেপক্ষের লোকজন গরুর মাংস মাখানো হাত নিয়ে কোলাকুলি করার জন্য আপনার দিকে ছুটে আসছে! পিঠে চাপড় দিচ্ছে মাত্রই খাসির রান ছুঁয়ে আসা বিলেতফেরত কনের ভাইয়ের ঝাঁজাল হাত! কাজেই এসব বিড়ম্বনা থেকে বাঁচতে অবশ্যই বিয়েতে পানির কলের ব্যবস্থা রাখবেন। বিয়ে নিয়ে ভাবনা? আর না আর না! এসে গেছে পানির কল, আর নেই ভাবনা!