
আবহাওয়ার সঙ্গে মিলিয়ে স্বস্তি ও ঈদের দিনে স্টাইল, চুলের এমন বাঁধনটাই আবশ্যক। হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন মিউনি জানালেন, এখন বেণিতে চলছে নানা স্টাইল। সব বয়সের জন্যও মানানসই। মজাটা হচ্ছে বেণি মানিয়ে যাবে সব পোশাকের সঙ্গেও। বেণিটা এ কারণেই বিশ্বজুড়ে আধুনিক ও সময়োপযোগী চুলের সাজ।
চুলগুলো আঁচড়ে সিঁথি না করে এক পাশে নিয়ে আসুন। এবার চুলে একটা বেণি বেঁধে নিন। বেণির ভাঁজগুলো দুই পাশে ধরে আলতো করে টেনে কিছুটা আলগা করে নিন। চুলের ভাঁজে ভাঁজে পিনে আটকানো পুঁতি গুঁজে দিন। ওপরের দিকে বড় বড় তিনটা আটকে নিচেরগুলোয় ক্রমান্বয়ে ছোট ছোট পুঁতি আটকে নিলে চুলের সাজে চলে আসবে উৎসবের আমেজ। চাইলে কেউ পুঁতির জায়গায় ছোট তাজা কিংবা শুকনো ফুলও গুঁজে নিতে পারেন। এই সময়ে বকুল, বেলি চুলের ভাঁজে দেখতে ভালো লাগবে।
গ্রন্থনা: অলকানন্দা রায়