খেলা

বড় পর্দার স্টেডিয়াম

টিকিট পাইনি তাতে কী! সবাই মিলে খেলা দেখা চলছেই। ছবি: নকশা
টিকিট পাইনি তাতে কী! সবাই মিলে খেলা দেখা চলছেই। ছবি: নকশা

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার-ছক্কা হই হইর সঙ্গে গলা মিলিয়ে কে না চায় মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে! কিন্তু টিকিটের জন্য হাহাকার, তাতে মাঠে বসে সমর্থন দেওয়ার সুযোগ কজনই বা পাচ্ছেন। তবে টিকিট নিয়ে হাহুতাশ আর নয়, গ্যালারির আমেজে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বেশকিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। খেলাপাগল দর্শকদের জন্য এমন ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নগরের বেশকিছু জায়গায় বড় পর্দা বসিয়েছে তারা।
রাজধানীর বিজয় সরণির মোড়ের ফাঁকা জায়গায় বড় পর্দা বসিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। তাদের প্রযুক্তিগত সহায়তা করেছে গ্রিন কনসোর্টিয়াম লিমিটেড। বিজয় সরণি মোড়ে তারা বসিয়েছে ২০ x ১২ ফুট একটি এলইডি পর্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এলইডি পর্দা বসিয়েছে ম্যারিকো লিমিটেড। এখানকার বেশির ভাগ দর্শকই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চার-ছক্কার সঙ্গে তাই এখানকার উন্মাদনাও দেখার মতো। অনেকে গ্যালারিতে বসে থাকা দর্শকদের মতো প্রিয় দলের সর্মথন জানান দিচ্ছে ভিন্ন ভিন্ন সাজে।
ঢাকা শহরের অনেক এলাকার জনপ্রতিনিধিরা নিজ দায়িত্বে খেলা দেখার ব্যবস্থা করেছেন। জনপ্রতিনিধির ব্যবস্থাপনায় আজিমপুর কলোনিতে বসেছে দুটি বড় পর্দা। প্রজেক্টরের সাহায্যে সব খেলাই উপভোগ করছে কলোনির বাসিন্দারা। মিরপুরের বেশ কয়েকটি জায়গায় টি-টোয়েন্টির বিশ্বকাপ দেখানো হচ্ছে বড় পর্দায়। রবীন্দ্রসরোবরে ঈগলুর সৌজন্যে খেলা দেখাচ্ছে আবুল মোনেম লিমিটেড।
নগরের বেশকিছু হোটেলে আলাদা করে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে হোটেল ওয়েস্টিনের স্প্ল্যাশ রেস্তোরাঁয় বসানো হয়েছে আট ফুট বাই ছয় ফুট একটি প্রজেক্টর।