Thank you for trying Sticky AMP!!

মেরিল–প্রথম আলো পুরস্কারে তাঁদের সাজ

স্নিগ্ধ সাজে সুমাইয়া শিমু

সুমাইয়া শিমু

হালকা ছাইরঙা শাড়িতে স্নিগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ভারতের আলোচিত ডিজাইনার মনীশ মালহোত্রার কাছ থেকে সংগ্রহ করেছিলেন শাড়িটি। ভারী কাজ করা এই শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছিলেন হালকা হিরের গয়না। এক হাতে পরেছেন চুড়ি আর অন্য হাতে ছিল রোলেক্স ঘড়ি।

বলগাউনে নওশাবা

নওশাবা

ভারমিলিওন ব্র্যান্ডের একটা বলগাউনে নিজেকে সাজিয়েছিলেন নওশাবা। হালকা গোলাপি রঙের কাস্টমাইজড এই পোশাক বাছাইয়ের সময় ভারমিলিয়নের সিগনেচার পেইন্টিং থিমটাই বেছে নিয়েছিলেন তিনি। তাজা গোলাপ আর নিজের গাছের পাতা দিয়ে চুল সাজানোর প্রেরণা তিনি নিয়েছেন গ্রিক দেবীদের সাজ থেকে। ফুল আর পাতাগুলো গুঁজে নিয়েছিলেন মাথার ওপরে করা বেণির খাঁজে। পেছনের চুলগুলো রেখেছিলেন খোলা। হাতে ছিল মায়ের ব্রেসলেট। মানানসই রঙের বটুয়ায় সম্পূর্ণ করেছেন সামার লুক।

অভিজাত সাজে তারিক আনাম খান ও নিমা রহমান

হালকা নীলরঙা শার্টের ওপর উজ্জ্বল নীলরঙা প্রিন্স কোট, কালো প্যান্ট আর অ্যাপেক্সের কালো জুতায় সেজেছিলেন তারিক আনাম খান। এমন পোশাক ও রং বেছে নেওয়ার কারণ জিজ্ঞেস করতেই বললেন, ‘অনেক তো পায়জামা-পাঞ্জাবি পরেছি। স্যুট-কোট পরেছি। এবারে মনে হলো একটু ভিন্ন কিছু পরি। রংটাও মনে হয়েছে বেশ দারুণ সমন্বয় হবে।’

ওদিকে নিমা রহমানের পরনে ছিল গুজরাটের পাতানের পটলা সিল্ক শাড়ি। সঙ্গে পরেছিলেন মায়ের দেওয়া পুরোনো গয়না। হাতে থাকা আড়ংয়ের ব্যাগটি ছিল ছেলের বউয়ের দেওয়া উপহার