Thank you for trying Sticky AMP!!

ম্যাগসাইসাই বিজয়ী আফগান নারী

হাবিবা সারাবি

আফগানিস্তানের বামিয়ান প্রদেশের গভর্নর হিসেবে কাজ করছেন হাবিবা সারাবি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন এশিয়ার নোবেল হিসেবে খ্যাত ফিলিপাইনের র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার। চলতি বছর এ পুরস্কারের জন্য নির্বাচিত প্রথম আফগান নারী হাবিবা সারাবি। ১৯৫৭ সালের ৫ ডিসেম্বর আফগানিস্তানের হাজারা নামের সংখ্যালঘু সম্প্রদায়ে জন্ম হাবিবা সারাবির। ২০০৫ সালে দেশটির প্রথম নারী গভর্নরের দায়িত্ব নিয়ে সমাজে শিক্ষার প্রসারে, নারীদের অধিকার রক্ষার কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। এর আগে দেশটির মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হাবিবা। কাবুলে উচ্চবিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করে মেডিসিন বিষয়ে কাবুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। স্নাতক হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃত্তি পেয়ে ভারতে গিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিন সন্তানের জননী হাবিবা সারাবির স্বামীর নাম মোহাম্মদ আরেফ। স্বাস্থ্য, কৃষি খাত ও শান্তি রক্ষায় বিশেষ অবদানের জন্য তাই মিলেছে পুরস্কার। ২০০৮ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের করা পরিবেশবিষয়ক সেরাদের তালিকায় যুক্ত হয়েছে তাঁর নাম। এ ছাড়া ২০০৫ সালে শিশুদের নানা কার্যক্রমে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের জেসন পুরস্কার পান। এখনো আগের মতোই কাজ করে যেতে চান হাবিবা সারাবি। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে এগিয়ে নিতে চান সামনের দিকে।