যাদের পায়ের পাতা মাটিতে লেগে থাকে

এ সমস্যাটা অনেকেরই আছে, হাঁটতে গেলে পায়ের পাতার অগ্রভাগ ঠিকভাবে তুলতে পারেন না, মাটির সঙ্গে লেগে থাকে পাতা, হাঁটতে গেলে শব্দ হয়। এ সমস্যাকে বলে ‘ফুট ড্রপ’।

কেন হয়

ফুট ড্রপ সাধারণত পেরোনিয়াল নার্ভের সমস্যার জন্য হয়ে থাকে। মাংসপেশির দুর্বলতা অথবা মস্তিষ্কের সমস্যার জন্যও হতে পারে। দীর্ঘ সময় পায়ের ওপর পা ক্রস করে রাখার কারণেও অনেকে আক্রান্ত হন। আবার হাঁটু ভাঁজ করে দীর্ঘ সময় কাজ করলেও এমনটা হতে পারে। পায়ে দীর্ঘ সময় ধরে প্লাস্টার থাকা বা কোমরের সমস্যা থেকেও হতে পারে ফুট ড্রপ।

চিকিৎসা

ফুট ড্রপ রোগীর জন্য ভীষণ বিরক্তিকর হলেও এর বেশির ভাগ কারণ খুবই সাধারণ ও চিকিৎসাযোগ্য। ফুট ড্রপ রোগ নির্ণয় ও কারণ নির্ধারণের জন্য ‘নার্ভ কন্ডাকশন স্টাডি’ নামে পরীক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কোমরের এমআরআইও করা হয়। অনেকে ফুট ড্রপ সমস্যার চিকিৎসাকে তিন ভাগে ভাগ করে থাকেন—পরামর্শ, ওষুধ ও ফিজিওথেরাপি।

পরামর্শ পর্যায়ে আক্রান্তকে কিছু সময় পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়। ‘অ্যানকেল ফুট অর্থোসিস’ নামে এক ধরনের পায়ে পরার ডিভাইস ফুট ড্রপের সমস্যা অনেকাংশ কমিয়ে দেয়।

ফুট ড্রপের চিকিৎসায় ওষুধের ভূমিকা কম। কিছু কিছু ক্ষেত্রে প্রিগাবালিন অথবা স্টেরয়েড–জাতীয় ওষুধ এ রোগ নিরাময়ে ভূমিকা রাখতে পারে।

ফুট ড্রপের চিকিৎসায় সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফিজিওথেরাপি। তবে দীর্ঘ সময় ধরে ফিজিওথেরাপিতেও যারা সুস্থ হয়ে ওঠেন না, তাদের ক্ষেত্রে সার্জারির কথা ভাবা হয়। সুস্থ পা থেকে টেন্ডন (তন্তুযুক্ত সংযোগকারী টিস্যু কাঠামো যা হাড়ের সঙ্গে পেশিকে সংযুক্ত করে) এনে সার্জারি করলে রোগীরা অনেকাংশ সুস্থ হয়ে যায়।