মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১

রেট্রো পার্টি লুকে জয়া আহসান

দুবছর পর অনুষ্ঠিত হলো মেরিল–প্রথম আলো পুরস্কার। করোনাকালের স্থবিরতা কাটিয়ে এবারের আয়োজন সব দিক থেকেই আলাদা। লালগালিচায় তারকারা গ্ল্যামারের কোনো কমতি রাখেননি। দেখে নেওয়া যাক জয়া আহসানের সাজ-পোশাক।

ছবি: খালেদ সরকার

আগের অধিকাংশ অনুষ্ঠানে শাড়িতে দেখা গেলেও জয়া আহসান এবার মেরিল–প্রথম আলো পুরস্কারের লাল গালিচায় এলেন একদমই ভিন্নভাবে। দেখে মনে হচ্ছিল, যেন সত্তর দশকের পার্টি লুক থেকে অনুপ্রাণিত।

ইংল্যান্ড থেকে কেনা রুপালিরঙা টপটিতে ছিল সাদা চুমকির কাজ। সঙ্গে ছিল বেলবটমের কালো প্যান্ট। কানের দুলটি কেনা ভারত থেকে। হাতে গোল্ডেন ঘড়ি ছাড়াও ছিল কালো ভেলভেটের ব্যাগ।

সাজ আর হেয়ার স্টাইলের দায়িত্ব তুলে দিয়েছিলেন নিজের মেকআপ আর্টিস্ট কানিজকে।