প্রশ্ন: আমার বয়স ২২। মাঝেমধ্যে দীর্ঘক্ষণ ভারী কোনো কাজ করলে মাথাব্যথা হয়। বিশেষত ভ্রমণ করলে, ঘুম কম হলে কিংবা বেশি গরম পড়লে একপাশের চোখসহ প্রচণ্ড মাথাব্যথায় ভুগি।
সকালে ঘুম থেকে উঠে রোদে গেলে চোখে একটু ঝাপসা ঝাপসা দেখতে পাই। এ ক্ষেত্রে আমার করণীয় কী?
মিথুন হালদার
পরামর্শ: বর্ণনা পড়ে মনে হচ্ছে, আপনার মাইগ্রেনে সমস্যা আছে। এটি একধরনের মাথাব্যথা ও চোখে ব্যথাজনিত সমস্যা। চোখের দৃষ্টিক্ষমতা ব্যাহত হওয়া মাথাব্যথার কারণ। আপনার রিফ্রাকটিভ এরর (চোখের রোগবিশেষ) থাকতে পারে। টিভি, মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না। চোখে সরাসরি রোদ লাগতে দেবেন না। চোখ পরীক্ষা করা দরকার। দ্রুত একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হোন।
পরামর্শ দিয়েছেন—ডা. আনসারুল হক
চিফ কনসালট্যান্ট, ভিট্রিওরেটিনাল ও লেজার সার্ভিস, ল্যাবএইড আই সেন্টার, ঢাকা
স্বাস্থ্য জিজ্ঞাসা
প্র অধুনা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই–মেইল: adhuna@prothomalo.com