Thank you for trying Sticky AMP!!

শুরু হচ্ছে বনসাই প্রশিক্ষণ

প্রশিক্ষণ নিয়ে হয়ে উঠতে পারেন বনসাই আর্টিস্ট

অনেক গাছ পছন্দের হলেও বাসায় এনে রাখার উপায় থাকে না। একটা আস্ত বটগাছ বা কৃষ্ণচূড়া বছরের পর বছর বাসার বারান্দায় বা ছাদে রাখার উপায়ও আছে। বড় গাছকে ছোট করে রাখার এই বিশেষ পদ্ধতির নাম বনসাই। কদম, অশ্বত্থ, তেঁতুল, করমচা বা পাকুড়ের মতো গাছও বিশেষ কৌশলে বনসাই করে বাঁচিয়ে রাখতে পারেন বাসার ভেতরে। আর বিশেষ এই কাজটি দীর্ঘদিন ধরেই করে যাচ্ছেন ঢাকার একদল বনসাই আর্টিস্ট। বাংলাদেশ বনসাই সোসাইটি নামে সংগঠিত হয়ে কাজ করছেন তাঁরা। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মো. আনিসুল হক জানান, প্রতিবছর দুবার বনসাই প্রশিক্ষণের আয়োজন করি আমরা। যাঁরা বনসাই ভালোবাসেন কিন্তু করতে পারেন না, তাঁরা এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বনসাই আর্টিস্ট হয়ে উঠতে পারেন। তবে করোনার কারণে গত দুই বছর আমাদের প্রশিক্ষণ বন্ধ ছিল।

বিরতির পর আবারও শুরু হচ্ছে বনসাই প্রশিক্ষণ। বাংলাদেশ বনসাই সোসাইটির উদ্যোগে তিন মাসব্যাপী এই বনসাই প্রশিক্ষণ চলবে।

বট, পাকুড়ের মত গাছ সহজে বনসাই করা যায়

শিক্ষার্থীদের মোট ১০টি ক্লাসের মাধ্যমে হাতে–কলমে শেখানো হবে বনসাই তৈরির কৌশল। তিন মাসের এই প্রশিক্ষণের জন্য খরচ হবে ৪ হাজার টাকা। বাংলাদেশ বনসাই সোসাইটির কোষাধ্যক্ষ সৈয়দা মিনা বলেন, ‘করোনার কারণে অল্পসংখ্যক প্রশিক্ষণার্থী এই কোর্সে সুযোগ পাবেন। তাই আগে এলে আগে ভর্তির বিষয়টি প্রাধান্য পাবে। ক্লাস চলবে প্রতি শুক্রবার সকাল ১০-১২টা পর্যন্ত।’

১৮ মার্চ থেকে বাড়ি–৭১, রোড–৯এ (নতুন) ধানমন্ডি, ঢাকায় চলবে এই প্রশিক্ষণ। ভর্তির বিস্তারিত তথ্য পেতে ফোন করুন ০১৭১১৮১০২৬২ নম্বরে।