ছবি: খালেদ সরকার
ছবি: খালেদ সরকার

রেসিপি

সবজির পাঁচ রান্না

বাজারে এখন শীতের সবজির ছড়াছড়ি। নানা ধরনের সুস্বাদু ব্যাঞ্জন রান্নার এই তো সময়। রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস। পাঁচ পদের তৃতীয় খাবারের রেসিপি থাকছে আজ

শীতের সবজির লাবড়া

উপকরণ: ফুলকপি টুকরা ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, শিম ১ কাপ, মটরশুঁটি আধা কাপ, বরবটি আধা কাপ, বেগুন ১ কাপ, আলু এক কাপ, গাজর এক কাপ, মিষ্টিকুমড়া এক কাপ, কাঁচকলা এক কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ২ চা-চামচ, তেজপাতা ২টি, পাঁচফোড়ন ২ চা-চামচ, পাঁচফোড়নের গুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, কোরানো নারকেল ১ কাপ, লবণ পরিমাণমতো, চিনি ১ চা-চামচ, শর্ষের তেল আধা কাপ, কাঁচামরিচ ৬টি।

প্রণালি: তেল গরম করে তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে আদা, রসুন ও আলু অল্প জ্বালে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার হলুদ, মরিচগুঁড়া ও লবণ পর্যায়ক্রমে সব সবজি দিয়ে ভেজে অল্প অল্প পানি দিয়ে রান্না করতে হবে। সবজি আধা সেদ্ধ হলে কোরানো নারকেল দিতে হবে। সবজি সম্পূর্ণ সেদ্ধ হয়ে এলে পাঁচফোড়নের গুঁড়া, গরমমসলার গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে নামাতে হবে।