আয়োজন

সাত রঙে বিয়ের সাজ

নভীন’স-এর ব্যবস্থাপনা পরিচালক আমিনা হকের সঙ্গে একজন মডেল
নভীন’স-এর ব্যবস্থাপনা পরিচালক আমিনা হকের সঙ্গে একজন মডেল

ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারির তিনতলায় দরজা খুলে পা রাখতেই বিয়েবাড়ির আমেজ টের পাওয়া গেল। বাঙালি বিয়েতে গাঁদা ফুলের যে গন্ধে ম ম করে চারদিক, সেই সুবাসেই সেদিন সুরভিত করে রাখা হয়েছিল পুরো গ্যালারি।
বলছিলাম নভীন’স নিবেদিত বিয়ের ছবি প্রদর্শনীর কথা। ‘সেভেন কালার উইথ আমিনা হক’ শিরোনামের এই প্রদর্শনীটি চলে ৮ থেকে ১০ মে পর্যন্ত। শৈবাল সাহা, লিপি খন্দকার, তাহসিনা শাহীনের মতো দেশের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনারদের পাশাপাশি তরুণ কয়েকজন ডিজাইনারের নকশা করা পোশাকেও বর-কনে সেজেছিলেন মডেলরা। আর তাদের ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী এম এইচ বিপু। মডেলদের রূপসজ্জার দায়িত্বে ছিল নভীন’স বিউটি পারলার।
বিয়ের পোশাকগুলোতে রংধনুর সাতটি রং ব্যবহার করেছেন ডিজাইনাররা, এমনকি কালো রঙের কাতানেও কনের সাজে নতুনত্ব এবং ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে এখানে। নভীন’স-এর ব্যবস্থাপনা পরিচালক আমিনা হক বলেন, এখানকার প্রতিটি আলোকচিত্রের পেছনেই একটি করে গল্প রয়েছে।