
পৃথিবীর সব জিনিসের শুরু নিখুঁত ছিল না। একইভাবে নিখুঁত ছিল না সাবানের উদ্ভাবনও। খ্রিষ্টপূর্ব ২৩ শতকে মেসোপটেমিয়ায় উদ্ভাবিত সাবানের কাঁচামাল ছিল ছাই ও স্থানীয় বিভিন্ন ধরনের মসলা। ছাই ও মসলার সঙ্গে চর্বি ও কাদার মিশ্রণ ঘটিয়ে প্রথমবারের মতো তৈরি হয় সাবান।
প্রাথমিক যুগে সাবান ব্যবহৃত হতো কাপড় ব্যবসার অন্যতম অনুষঙ্গ হিসেবে। সে সময় উল ও সুতাকে ঝকঝকে পরিষ্কার করে তোলার কাজেই সাবান ব্যবহার করা হতো। পরে ধীরে ধীরে সাবানের বিভিন্নমুখী ব্যবহার শুরু হয়। এর সঙ্গে বিভিন্ন ধরনের সুগন্ধির মিশ্রণ শুরু হয়। সময়ের পথপরিক্রমায় রঙে-বর্ণে-গন্ধে সাবান পরিণত হয় মনুষ্য সভ্যতার অন্যতম প্রাথমিক প্রসাধনে।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল