মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১

স্ত্রীর নকশায় সাদা–কালোতে বর্ণিল শুভ

দুবছর পর অনুষ্ঠিত হলো মেরিল–প্রথম আলো পুরস্কার। করোনাকালের স্থবিরতা কাটিয়ে এবারের আয়োজন সব দিক থেকেই আলাদা। লালগালিচায় তারকারা গ্ল্যামারের কোনো কমতি রাখেননি। দেখে নেওয়া যাক আরিফিন শুভর সাজ-পোশাক।

আরিফিন শুভ
ছবি: খালেদ সরকার

কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরেই সোজা চলে এসেছেন মেরিল–প্রথম আলো পুরস্কারের লাল গালিচায়। সেজেছেন সাদা-কালো রঙে। পোশাক নিয়ে প্রশ্ন করতেই আরিফিন শুভ বললেন, ‘আমি কিছুই জানি না। সব আমার বউ জানে।’

আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার, পেশায়–নেশায় তিনি ডিজাইনার। প্রশ্ন শুনেই জানালেন, শুভর কালো ব্লেজারটির ওপর কালো চুমকির কাজ করা। সঙ্গে সাদা শার্ট। কাস্টোমাইজড ব্লেজারের সঙ্গে পরেছেন কালো ট্রাউজার।

আরিফিন শুভ ও তাঁর স্ত্রী অর্পিতা সমাদ্দার

আরিফিন শুভর ব্যক্তিগত ডিজাইনার অর্থাৎ অর্পিতা সমাদ্দারও সেজেছেন কালো আর ছাই রঙে। কলকাতা থেকে নেওয়া সুতির শাড়িটি পরেছেন সাধারণ একটি ক্রপটপ দিয়েই। এই গরমে স্বস্তিই ছিল তাঁর প্রধান বিবেচ্য বিষয়৷ বন্ধুর দেওয়া উপহারের গয়নার সঙ্গে হাতে ছিল একটা পলা।