
৪ নভেম্বর ১৬ বছরে পা দিল প্রথম আলো। সেই সঙ্গে নকশাও পেরোল ১৫ বছর। জীবনযাত্রার নানা দিক তুলে ধরার চেষ্টা করেছি আমরা নকশায়। ফ্যাশন, রান্না, রূপচর্চা, শিশু, পরিবার, কর্মক্ষেত্র—এসব নিয়েই সাজানো হয়েছে আমাদের প্রতিটি সংখ্যা। বিয়ের আয়োজন নিয়ে যেমন করা হয়েছে বিশেষ সংখ্যা তেমনি বেড়ানো নিয়েও ছিল এমন আয়োজন। ৮ পৃষ্ঠা থেকে বেড়ে নকশা হয়েছে ১৬ পৃষ্ঠা পুরোটাই রঙিন। ঈদের সময়ে দুটি করে নকশা করা হয়েছে প্রায়ই। সে সময়ে পৃষ্ঠা সংখ্যা হয়েছে কখনো ৩২, কখনো ৪০। নকশার এ যাত্রায় পাঠকেরা সব সময়ই ছিলেন আমাদের সঙ্গে। ১৫ বছর পেরিয়ে পাঠকদেরও তাই জানাই অভিনন্দন।
সুবন্ধু সমীপেষু এবং পাঠকের উকিল বিভাগগুলো শুরু থেকেই জনপ্রিয়। সুবন্ধু সমীপেষু বিভাগে পাঠকের প্রশ্নের উত্তর দিয়ে আসছেন সারা যাকের। পাঠকের উকিল বিভাগে শুরুতে আইনি সমস্যার সমাধান দিতেন অ্যাডভোকেট তারানা হালিম, পরে যোগ দেন অ্যাডভোকেট নাহিদ মাহতাব।