পুষ্পার জ্বর যেন থামছেই না! মুক্তির তিন মাস হয়ে গেল। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে অনড় হয়ে বসে আছে তেলুগু ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। এতে পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় ‘ক্রেজ’ আল্লু অর্জুন। গুগল সার্চেও বছরের শুরুতেই বেশ এগিয়ে গেছেন তিনি। জেনে নেওয়া যাক এই তারকার লাইফস্টাইল।
