৪০৬ কোটি টাকার মালিক বড় পর্দার এই পুষ্পা

পুষ্পার জ্বর যেন থামছেই না! মুক্তির তিন মাস হয়ে গেল। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে অনড় হয়ে বসে আছে তেলুগু ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। এতে পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় ‘ক্রেজ’ আল্লু অর্জুন। গুগল সার্চেও বছরের শুরুতেই বেশ এগিয়ে গেছেন তিনি। জেনে নেওয়া যাক এই তারকার লাইফস্টাইল।
মেষ রাশির জাতক আল্লুর জন্ম ১৯৮২ সালের ৮ এপ্রিল। তাঁর বাবা আল্লু অরবিন্দ সিনেমার পরিচালক। মা নির্মলা গৃহিণী। তাঁর পরিবারের অনেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত
মেষ রাশির জাতক আল্লুর জন্ম ১৯৮২ সালের ৮ এপ্রিল। তাঁর বাবা আল্লু অরবিন্দ সিনেমার পরিচালক। মা নির্মলা গৃহিণী। তাঁর পরিবারের অনেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত
আল্লুর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। ওজন ৬৯ কেজি। বয়স ৪৯
২০১১ সালে তিনি স্নেহা রেড্ডিকে বিয়ে করেন। তাঁর প্রথম সন্তান আল্লু আয়ান জন্ম নেয় ২০১৪ সালে। এর দুই বছর পরে তাঁদের সংসারে যোগ দেয় আল্লু অর্হ, এই সিরিজের ছবিগুলো বিয়ের দশ বছর পূর্তিতে তাজমহলে তোলা
হায়দরাবাদে আল্লুর দুটো বাড়ি আছে। সম্পদ আর জনপ্রিয়তার বিচারে তিনি দুইবার ফোর্বসের সেরা ভারতীয় তারকার তালিকায় স্থান করে নিয়েছেন। ছবিটি মেয়ে অর্হর চতুর্থ জন্মদিনে তোলা
‘ফ্যামিলি ম্যান’ হিসেবে আল্লুর নামডাক আছে। অবসরে সন্তানদের সঙ্গে সময় কাটান। বিশেষ করে মেয়ের সঙ্গে। আল্লুর ইনস্টাগ্রামের একটা বড় অংশজুড়ে রয়েছে তাঁর মেয়ে অর্হর ছবি। স্ত্রী স্নেহার কোলে দেখা যাচ্ছে পোশা কুকুর কাজোকুর ছবি
পরিবেশবাদী আর হিসেবেও পরিচিত আল্লু অর্জুন। নিজের বাড়ির আঙিনাজুড়ে লাগিয়েছে প্রাণীবাদী নানা প্রজাতির গাছ। সময় পেলেই গাছের যত্ন নেন। পানি দেন। প্রায়ই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে পরিবেশবান্ধব জীবন যাপনে উদ্বুদ্ধ করেন ভক্তদের
আল্লুর প্রিয় অভিনেত্রী রানী মুখার্জী
সিনেমাপ্রতি ১৮ থেকে ২০ কোটি টাকা করে নেন আল্লু। এক্ষেত্রে নাগার্জুনা, রাম চরণ আর চিরঞ্জীবীর পরেই তাঁর অবস্থান
২০২১ সালের হিসাব অনুযায়ী আল্লুর মোট সম্পদের পরিমাণ ৪৭ মিলিয়ন ডলার বা ৪০৬ কোটি ৮৩ লাখ টাকা
আল্লু অর্জুনের ছোট ভাই আল্লু শিরীষও একজন অভিনেতা। বয়সে আল্লু অর্জুনের পাঁচ বছরের ছোট