নানা বয়সী দৌড়বিদ অংশ নিচ্ছেন এই ম্যারাথনে
নানা বয়সী দৌড়বিদ অংশ নিচ্ছেন এই ম্যারাথনে

ঢাকার ঐতিহ্য উদ্‌যাপন করতে প্রস্তুত ২৫০০ দৌড়বিদ

নিবন্ধিত দৌড়বিদদের হাতে ম্যারাথনের জার্সি, অংশগ্রহণকারী নম্বরসহ আনুষঙ্গিক জিনিসপত্র বিতরণের দিন ছিল গতকাল ১০ জুলাই। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত মিলনায়তনে নির্ধারিত বুথ থেকে এসব সংগ্রহ করতে দিনভর অনেক অংশগ্রহণকারী হাজির হয়েছেন। তবে সন্ধ্যায় গিয়ে দেখা গেল, ‘কিট’ বিতরণ আয়োজন রূপ নিয়েছে মিলনমেলায়।
দেশের নানা প্রান্ত থেকে রোমাঞ্চপ্রিয় দৌড়বিদেরা ছুটে এসেছেন। অনুসরণীয় দৌড়বিদদের কাছে পেয়ে পরিচিত হচ্ছেন কেউ কেউ। মিলনায়তনের বাইরে কফি আর বাকরখানির ব্যবস্থা ছিল, সেসব মুখে দিতে দিতেই গল্পে মশগুল ছিলেন অনেকে। এই উপস্থিতির কেউ অংশ নিচ্ছেন ২১ দশমিক ১ কিলোমিটার দৌড়ে, কেউ–বা ১৫ কিলোমিটার আবার কারও দৌড়ের দূরত্ব সাড়ে ৭ কিলোমিটার।

গতকাল আয়োজন শেষে ট্রায়াথলন ড্রিমার্সের সদস্যরা

যাঁদের অংশগ্রহণেই ১১ জুলাই ভোরে হাতিরঝিলে হতে যাচ্ছে ‘আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৫’। আয়োজক ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, তাদের এবারের আয়োজনে প্রায় ২ হাজার ৫০০ দৌড়বিদ অংশ নিচ্ছেন। যাঁদের বেশির ভাগই অপেশাদার দৌড়বিদ। দৌড়ের প্রতি ভালোবাসা থেকেই যুক্ত হয়েছেন এই আয়োজনে।
১১ জুলাই ভোরে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হবে ১৫ কিলোমিটার, সাড়ে ৭ কিলোমিটার ও শিশুদের ১ কিলোমিটার দূরত্বের দৌড়। ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় শুরুর স্থান রামপুরা ব্রিজ। আয়োজনে দৌড়বিদদের সহায়তায় থাকবে মেডিকেল সহায়তা, হাইড্রেশন–ব্যবস্থা।
ট্রায়াথলন ড্রিমার্সের আয়োজনের মূল বার্তা—রান টু সেলিব্রেট অ্যানসাইন্ট ঢাকা। অর্থাৎ এই আয়োজন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এর মাধ্যমে ঢাকার ঐতিহ্য, জীবনধারা ও স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়াসও রয়েছে।