বড়শি ফেলে কী মাছ ধরলেন মুস্তাফিজ?

ক্রিকেট মাঠে উইকেট শিকার তো করেনই, সময়–সুযোগ পেলে মাছ শিকারেও কম যান না ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
ছবি: ভিডিও থেকে
মাছ শিকার তাঁর পুরোনো শখ।
এই শখ মেটাতে অনেক আগে ছিপ–বড়শি কিনেছিলেন ইংল্যান্ড থেকেও।
অনেক ক্রিকেট তারকা যখন ছুটি কাটাতে চলে যান দেশের বাইরে, মুস্তাফিজের ছুটি কাটে তখন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজ গ্রামে।
২০১৯ সালে একবার বড়শি ফেলে তুলেছিলেন ১২ কেজি ওজনের পাঙাশ মাছ। বেশ হইচই ফেলে দিয়েছিলেন সেবার।
আজ ৪ আগস্ট ফেসবুকে নিজের পেজে একটা ভিডিও দিয়েছেন মুস্তাফিজ। সেখানেও দেখা যাচ্ছে বড়শি ফেলেছেন দিঘিতে।
আর বড়শি ফেলতে না ফেলতেই উঠে এসেছে বড় একটা মাছ। বলুন দেখি, এটা কী মাছ?