যে ২০টি কাজ জীবনে একবার হলেও একা করবেন

অনেকেই আছেন, যাঁরা আপনজন ছাড়া ভ্রমণে আনন্দ পান না। সঙ্গী ছাড়া ভালো খাবার খেতে পারেন না। মনে করেন, জীবনের এসব অভিজ্ঞতা, অনুভূতি যদি প্রিয়জনের সঙ্গে ভাগ করেই না নেওয়া গেল, তাহলে তো সব আয়োজনই বৃথা! তবে একেবারে একা একা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন, সমস্যা সমাধান, অনুভূতি–অনুভবের ভেতর দিয়ে আপনার নিজেকে জানার প্রক্রিয়া গভীর হয়। আত্মানুসন্ধানের দুয়ার খুলে যায়। নিজের সঙ্গে বোঝাপড়া হয় মজবুত, নিজের সঙ্গে নিজের সম্পর্ক হয় গভীর। সব মিলিয়ে নিজের মুখোমুখি হওয়া সহজ হয়। এতে আপনি নিজেকে ক্ষমতাবান অনুভব করবেন। সাহস ও আত্মবিশ্বাসও বাড়বে। নিজের সঙ্গে সুখী হতে শিখবেন। চলুন, যে ২০টি কাজ আপনি একবার হলেও একা করতে পারেন, সেই চেকলিস্টে নজর বুলিয়ে নেওয়া যাক।

নিজের প্রিয় খাবার খেতে একাই যান
ছবি: পেক্সেলস

১. সুন্দর পোশাক পরে নিজেকে ‘ডিনার ডেট’-এ নিয়ে যান। পেট ভরে, মন ভরে যা খুশি খান।

২. সিনেমা হলে একা একা সিনেমা দেখুন। পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই চিবান। কফি খান।

৩. একা একা একটা নতুন দেশে ঘুরে বেড়ান।

৪. একা একা নতুন রাস্তায় কয়েক কিলোমিটার হাঁটুন।

সিনেমা হলে একা একা সিনেমা দেখতে দেখতে পপকর্ন চিবাতে পারেন

৫. একাই পাহাড়ে উঠুন, ক্যাম্পিং করুন কিংবা হাইকিংয়ে যান।

৬. আপনার পছন্দের ব্যান্ডের কনসার্টে যান একা একা।

৭. পার্কে গিয়ে একাই চা খান, মন দিয়ে পাখির ডাক শুনুন, প্রকৃতি দেখুন।

৮. একা একা সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করুন।

একাই পাহাড়ে উঠুন

৯. নিজেকে ‘স্পা ডে’ উপহার দিন।

১০. নতুন কোনো রেসিপি দেখে নিজের জন্য রান্না করুন।

১১. জিমে যান, ইয়োগা করুন, মেডিটেশন করুন একেবারে একা একা।

১২. আপনার সঙ্গে ‘কথা বলে’ বা ‘যোগাযোগ করে’, এমন একটা শিল্পকর্ম কিনুন।

১৩. টাকা জমিয়ে নিজের একটা বড় শখ পূরণ করুন।

প্রিয় গানগুলো শুনুন

১৪. গান ছেড়ে একা একাই নাচুন।

১৫. ছবি আঁকা, ছবি তোলা, অরিগ্যামি, ইকেবানা বা মৃৎশিল্পের ক্লাসে ভর্তি হয়ে যেতে পারেন।

১৬. নৌকায় চড়ে ঘুরুন।

১৭. ঐতিহাসিক স্থাপনা দেখুন।

কফিশপে বসে কফির কাপে চুমুক দিন

১৮. কফিশপে বসে কফির কাপে চুমুক দিয়ে রাস্তার মানুষ দেখুন।

১৯. নিজের চুল নিজেই কাটুন।

২০. সঙ্গে পরিচিত কাউকে না রেখে বৃদ্ধাশ্রম বা এতিমখানায় বৃদ্ধ ও শিশুদের সঙ্গে ঈদ বা জন্মদিন উদ্‌যাপন করুন।

সূত্র: ‘দ্য গার্ল’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডল