সিরিয়াল নম্বরসহ টাকায় নানা ভুল খুঁজে খুঁজে সেসব সংগ্রহ করেন খুলনার রবিউল

কোনো নোটে একাধিক সিরিয়াল নম্বর, কোনোটাতে আবার নম্বরই নেই। ছাপার ভুলে ত্রুটিপূর্ণ এমন অনেক টাকার সংগ্রহ গড়ে তুলেছেন খুলনার মুদ্রাসংগ্রাহক রবিউল ইসলাম। তাঁর সংগ্রহ থেকেই ছয়টি নোট।

হাজার টাকার নোটের উল্টো পিঠ রংচটা
ছবি: রবিউল ইসলামের সৌজন্যে
ভিন্ন ভিন্ন তিনটি সিরিয়াল নম্বর
পঞ্চাশ টাকার নোটের বর্ধিত কোনা
সিরিয়াল নম্বরহীন ২০ টাকার নোট
সিরিয়াল নম্বরটা হয়ে গেছে উল্টো
একই নোটে দুটি আলাদা সিরিয়াল নম্বর
মুদ্রাসংগ্রাহক রবিউল ইসলাম