Thank you for trying Sticky AMP!!

জমে উঠেছে ফিচার বিভাগের স্টল

ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে প্রথম আলোর পাঠক উৎসব। থাকছে জনপ্রিয় শিল্পীদের গান, নৃত্য, চলচ্চিত্র তারকাদের উপস্থিতি, চরকির চলচ্চিত্র প্রদর্শনী, ফ্ল্যাশমব, ম্যাজিক শো, ছবির প্রতিযোগিতা, বইমেলা, কুইজসহ নানা আয়োজন । বিভিন্ন স্টলে নানা ধরনের গেমসে অংশ নিয়ে আছে পুরস্কার জেতার সুযোগ। নকশা, অধুনা, ছুটির দিনে, স্বপ্ন নিয়ের স্টলে বাড়ছে ভিড়। মেলা চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

নকশার স্টলে আছে সেজে নেওয়ার ব্যবস্থা
নেলপলিশ দেওয়ার পাশাপাশি হাতে নামও লেখাচ্ছেন পাঠকেরা
অধুনার স্টলে আছেন তিন পুষ্টিবিদ ইসরাত জাহান, নাহিদা আহমেদ ও শামসুন্নাহার নাহিদ (ডানে) এবং আইনজীবি মিতি সানজানা। পাঠকেরা পরামর্শ নিতে আসছেন তাঁদের কাছে।
স্বপ্ন নিয়ের স্টলে পাঠক লিখছেন তাঁদের স্বপ্নের কথা। সঙ্গে সঙ্গেই তা উঠে যাচ্ছে প্রথম আলোয়।
সকালে অধুনার স্টলে শিশুদের নিয়ে এসেছিলেন অনেক অভিভাবক। এই সময় শিশু বিশেষজ্ঞ ডাক্তার লাজিনা শারমিন তাঁদের নানা রকম পরামর্শ দেন
ছুটির দিনের স্টলে চলছে কুইজ, দেওয়া হচ্ছে ঘণ্টায় ঘণ্টায় পুরস্কার