নগরে নতুন

আগুনে ছাঁটা চুল

তুলায় বিশেষ রাসায়নিক নিয়ে চুলে লাগানো হয়
তুলায় বিশেষ রাসায়নিক নিয়ে চুলে লাগানো হয়

চুলে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর সেই আগুনে কাঁচি চালিয়ে করা হচ্ছে কাটছাঁট। অনেক দেশে চুল ছাঁটাতে বা সেট করতে ‘ফায়ার কাট’ কৌতূহলী একটি পদ্ধতি। সম্প্রতি ঢাকায়ও এর প্রচলন শুরু হয়েছে। ধানমন্ডি ২৭ নম্বর (পুরোনো) সড়কের ৩ নম্বর বাড়িতে ছেলেদের সৌন্দর্যসেবা কেন্দ্র অ্যাডোনিসে শুরু হয়েছে ফায়ার কাট। শুনতে খানিকটা ভয়ের মনে হলেও কাজটা দেখার পর ভয় কিছুটা উবে গেল। তবু যেহেতু চুলে আগুন লাগানো হয়, তাই ঝুঁকি তো থেকেই যায়। তবে অ্যাডামসের হেয়ার স্টাইলিস্ট মোহাম্মদ হোসেন জানালেন, ফায়ার কাট আমাদের দেশে নতুন হলেও দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন অনেক ছেলেই এই স্টাইলে চুল ছাঁটাতে আসে। অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়া এই পদ্ধতিতে চুল ছাঁটা কঠিন। তা ছাড়া ফায়ার কাট মানে কিন্তু পুরোটা সময় চুলে আগুন লাগিয়ে ছাঁটা হয় না। শুধু একটা নির্দিষ্ট দিকে চুল সেট করতে ও ড্যামেজ চুল কমাতে সাহায্য করে ফায়ার কাট।

যেভাবে ফায়ার কাট করা হয়

শুরুতেই চুলে পানি স্প্রে করে পুরো মাথা ভিজিয়ে নেওয়া হয়। তারপর একধরনের পাউডার ছড়িয়ে দেওয়া হয়। তুলায় বিশেষ একটি রাসায়নিক নিয়ে চুলে আলতো করে লাগিয়ে নেওয়া হয়। এরপর লাইটার দিয়ে চুলে আগুন ধরানো হয়। আগুন জ্বলা অবস্থায় চিরুনি দিয়ে আঁচড়ানো আর কাঁচি দিয়ে ছাঁটা চলতে থাকে একসঙ্গে। আর এই পুরো বিষয়টা ৮ থেকে ১০ সেকেন্ডের মধ্যেই করা হয়। এভাবে দুই থেকে তিন দফা আগুন জ্বেলে চুল সেট করে দেওয়া হয় গ্রাহকের মর্জিমতো। আগুনের তাপে সহজেই দীর্ঘদিন এক দিকে বসা (সেট হয়ে থাকা) চুল অন্য দিকে বসানো যায়। সতেজ চুলের মধ্যে ভাঙা ও ক্ষতিগ্রস্ত চুল থাকলে তা মিলিয়ে যায়। সাধারণত ফায়ার কাটে চুলের ডগার দিকের ৩ থেকে ৬ মিলিমিটারের (এক ইঞ্চির চার ভাগের এক ভাগ) মতো পোড়ানো হয়। বাকি চুলের কাট কাঁচি দিয়েই করা হয়।

‘ফায়ার কাট চালু হওয়ার পর থেকে কিশোর ও তরুণ ছেলেরাই এই স্টাইল বেশি করাচ্ছে। তবে কোঁকড়া চুলে ফায়ার কাট করা উচিত নয়।’ বললেন মোহাম্মদ হোসেন। প্রতিদিন ফায়ার কাটের গ্রাহক বাড়ছে, তাই সহকর্মীদের কয়েকজনকে এ কাজে দক্ষ করে তুলছেন হোসেন নিজেই। তাহলে আপনি শিখলেন কোথায়? প্রশ্ন শুনে মোহাম্মদ হোসেন বলেন, ‘২৫ বছর ধরে চুলের স্টাইল করছি। এর মধ্যে ভারতে কয়েক মাস প্রশিক্ষণ নিয়েছি। ফায়ার কাটের কথা আগে জানলেও প্রথম দেখেছিলাম ইউটিউবে। এরপরই আমার কৌতূহল বাড়ে। ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখেছি।’

সতর্কতা

রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের অধ্যাপক আফজালুল করিম বলেন, ‘চুলে ফায়ার কাটের কথা আগে শুনিনি। চুলে আগুন লাগানোর পর যদি সেটা তালু বা ত্বকে না লাগে, তাহলে কোনো সমস্যা নেই। চুল যদি সম্পূর্ণ না পোড়ানো হয়, তাহলে চুলেরও ক্ষতি হবে না। তবে চুল যদি গোড়ালি পর্যন্ত পুড়ে যায়, তাহলে সেই চুল আর গজাবে না। তাই এভাবে চুল কাটতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করে তারপর কাটতে হবে। আনাড়ি বা নতুন হাতে কাটা যাবে না।’

রাসায়নিক লাগানোর পর চুল আঁচড়ে নেওয়া হচ্ছে
আগুন জ্বলা অবস্থায় চিরুনি দিয়ে আঁচড়ানো আর কাঁচি দিয়ে ছাঁটা চলতে থাকে একসঙ্গে। মডেল: আয়াজ, কৃতজ্ঞতা: অ্যাডোনিস, ছবি: সুমন ইউসুফ
বাকি চুলের কাট কাঁচি দিয়েই করা হয়
আগুনের তাপ লাগার পর সহজেই চুল অন্যদিকে বসানো যায়